ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন অর্ধশতকে ভাল অবস্থানে বাংলাদেশের যুবারা

প্রকাশিত: ১০:১৩, ৯ ফেব্রুয়ারি ২০১৯

 তিন অর্ধশতকে ভাল  অবস্থানে বাংলাদেশের যুবারা

স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজের প্রথম যুব টেস্টে বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের বোলাররা দুর্দান্ত বোলিং করেছিলেন। যার কারণে সফরকারী ইংল্যান্ড অনুর্ধ-১৯ দলের প্রথম ইনিংস ২৮০ রানেই গুটিয়ে গেছে। জবাব দিতে নেমে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয়দিন শেষে লিড নেয়ার পথে বেশ ভালভাবেই এগিয়ে গেছে বাংলাদেশের যুবারা। তিনজনের অর্ধশতকে ৫ উইকেটে ২৬৬ রান তুলেছে তারা। এখনও ১৪ রানে পিছিয়ে থাকলেও ৫৬ রান নিয়ে অপরাজিত আকবর আলী লিড নেয়ার স্বপ্ন দেখাচ্ছেন স্বাগতিকদের। আগের দিনের ৮ উইকেটে ২৬১ রান নিয়ে খেলতে নেমেছিল ইংল্যান্ডের যুবারা। তবে আর মাত্র ১৯ রান যোগ করেই গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। দুই বাঁহাতি স্পিনার রুহেল আহমেদ ও মিনহাজুর রহমানই ধ্বংস চালিয়েছেন। রুহেল ৪টি, মিনহাজ ৩টি উইকেট নেন। ২৮০ রানে ইংলিশদের ইনিংস গুটিয়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশের যুবারা। দলীয় ১২ রানেই সাজঘরে ফেরেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান। তবে এরপর দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েন অমিত হাসান ও পারভেজ হোসেন ইমন। অমিত ১০০ বলে ৪৯ রান করে রানআউট হয়ে গেলেও অর্ধশতক আদায় করে নেন পারভেজ। তিনি ১৪৮ বলে ৭ চার, ২ ছক্কায় ৬২ রান করে বিদায় নেন। এরপর তৌহিদ হৃদয়ের সঙ্গে শামীম হোসেনের জুটিটাও বড় হয়নি। শামীম ১২ রানেই সাজঘরে ফিরে গেলে নতুন করে বিপদে পড়ে বাংলাদেশ। কিন্তু পঞ্চম উইকেটে ৮৯ রান যোগ করেন তৌহিদ ও আকবর। উভয়ে অর্ধশতক হাঁকান। তৌহিদ ১৩৮ বলে ৬ চার, ১ ছক্কায় ৬১ রানে সাজঘরে ফিরলে জুটিটা ভেঙ্গে যায়। তবে আকবর দিনশেষে অপরাজিত থাকেন মাত্র ৬৯ বলে ৮ চার, ১ ছক্কায় ৫৬ রানে। তার সঙ্গে ব্যাট করছেন শাহাদাত হোসেন। দিনশেষে ৫ উইকেটে ২৬৬ রান বাংলাদেশের।
×