ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে বিশ্বসেরা হওয়ার উপায় জানালেন মনোহর

প্রকাশিত: ১০:১৩, ৯ ফেব্রুয়ারি ২০১৯

 বাংলাদেশকে বিশ্বসেরা হওয়ার উপায় জানালেন মনোহর

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট পরাশক্তিরাও এখন বাংলাদেশ ক্রিকেট দলকে সমীহ করে। সেটি শুরু হয়েছে অনেক আগেই। বিশেষ করে ওয়ানডে ফরমেটে এখন বিশ্বের অন্যতম ক্রিকেট শক্তির নাম বাংলাদেশ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের মতো বর্তমান শক্তিধর দলগুলোও নাজেহাল হয় বাংলাদেশের কাছে। কিন্তু এরপরও আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়ানডেতে ৭ নম্বরের ওপরে উঠতে পারেনি টাইগাররা। এর কারণটা সামনে এনেছেন সফরকারী আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। পরাশক্তিদের বিপক্ষে জিতলেও সেটা নিয়মিত করতে পারে না বাংলাদেশ দল। এ জন্য বিশ্বসেরা দলে পরিণত হতে হলে অবশ্যই জেতার ধারাবাহিকতা থাকা দরকার বলে জানিয়েছেন মনোহর। তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন মনোহর। এর আগে ২০১০ সালে এসেছিলেন, তখন ছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি। ওয়ানডে বিশ্বকাপে যৌথ আয়োজক হিসেবে বাংলাদেশের প্রস্তুতি দেখতে এসেছিলেন। বিশ্বকাপ শুরুর পর উদ্বোধনী অনুষ্ঠানেও ২০১১ সালে আসেন। এবার তৃতীয়বারের মতো এসেছেন বাংলাদেশে। এই ৭ বছরে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে গেছে অনেকদূর। এক সময়ের তীব্র প্রতিদ্বন্দ্বী জিম্বাবুইয়ে পিছিয়ে পড়েছে অনেকখানি, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মতো বিশ্বচ্যাম্পিয়নরাও বর্তমানে টাইগারদের পেছনে পড়ে গেছে। যে কোন সময় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তিরা পরাজিত হতে পারে। বিষয়টি এখন প্রায়ই ঘটছে। গত ৩/৪ বছর ধরে বাংলাদেশ দল দুর্দান্ত ক্রিকেট খেলে চলেছে। কিন্তু র‌্যাঙ্কিংয়ে অবস্থান সেভাবে বাড়েনি, অন্যতম সেরাদের কাতারেও উঠতে পারেনি বাংলাদেশ। এ বিষয়ে মনোহর বলেন, ‘নাজমুলের (বিসিবি সভাপতি) নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট ভাল করছে। ক্রিকেট বিশ্বের সবাই সেটি জানে। বাংলাদেশ এখন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলকে হারাতে পারে। একমাত্র ঘাটতি আছে ধারাবাহিকতায়। সেটি পেয়ে গেলেই বাংলাদেশ উঠতে পারে বিশ্বের শীর্ষে।’ ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশ ক্রিকেটের নতুন এক অধ্যায়। এরপর নানা বাধা পেরিয়ে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের নাম ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে। এখন ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোকে ভাবতে হয় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে। দিনে দিনে আরও পরিণত হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। এখন শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুইয়ের চেয়ে ভাল দল বাংলাদেশ। আর সবগুলো দলই বাংলাদেশের মাটিতে ওয়ানডে ক্রিকেটে বিশেষ করে সাম্প্রতিক সময়ে সফল হয়ে ফিরতে পারে না। কিন্তু ধারাবাহিকতার অভাবে আরও উঁচুতে পৌঁছুতে পারেনি দল। টেস্ট ক্রিকেটে বিশেষ করে এখন পর্যন্ত নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারেনি। এর মধ্যে যদি প্রস্তাবিত টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে যায়, বাংলাদেশ দলকে বেশ চ্যালেঞ্জের মুখে থাকতে হবে। যদিও সম্প্রতি টেস্ট ক্রিকেটে অনেকটাই এগিয়েছে বাংলাদেশ দল। এ বিষয়ে মনোহর বলেন, ‘আমরা দেখার চেষ্টা করছি, টেস্ট চ্যাম্পিয়নশিপ লোকের আগ্রহ ফেরাতে পারে কিনা। সত্যি বলতে, টেস্ট ক্রিকেট মৃতপ্রায়। অবস্থার উন্নতি করতে আমরা নানা পথে চেষ্টা করছি। আইসিসির বোর্ড পরিচালকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করলে টেস্ট ক্রিকেট জীবন্ত থাকবে ও লোকের আগ্রহ আরও বাড়বে।’
×