ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইন সংস্কারের দাবি

প্রকাশিত: ১০:১১, ৯ ফেব্রুয়ারি ২০১৯

 আইন সংস্কারের দাবি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পরই দুঃসংবাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। স্লো ওভার রেটে অভিযুক্ত হওয়ার কারণে উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই নিষেধাজ্ঞার ফলে সেন্ট লুসিয়ায় সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না হোল্ডার। আইসিসির করা জেসন হোল্ডারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রথম সমালোচনা করেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। তার সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও। এই দু’জনের সঙ্গে এবার সুর মিলিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সভাপতি ডেভ ক্যামেরন। তিনি বলেন, ‘আমরা অবশ্যই আইসিসির আইন মেনে চলব। তবে একই সঙ্গে প্রশ্ন তোলা যেতে পারে, এই সিদ্ধান্তটা সিরিজের এই পর্যায়ে এসে ক্রিকেটের জন্য ভাল হলো কি না। কেননা উজ্জীবিত ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়দের ঝলমলে পারফর্মেন্সের বদলে যদি শেষ পর্যন্ত হাস্যকর একটা সিদ্ধান্তের কারণে এই সিরিজটাকে মনে রাখতে হয় সেটা হবে খুব লজ্জার। যে আইনে সিদ্ধান্তটা নেয়া হয়েছে সেটাই পরিমার্জন দরকার।’
×