ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোনাল্ডো রিয়ালের অতীত!

প্রকাশিত: ১০:১১, ৯ ফেব্রুয়ারি ২০১৯

 রোনাল্ডো রিয়ালের অতীত!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েও রিয়াল মাদ্রিদের মনে জায়গা করে নিতে পারেননি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সদ্যই সাবেক হয়ে যাওয়া সিআর সেভেনের জন্মদিনকে ভুলে গেল স্পেনের জায়ান্ট ক্লাবটি। অথচ তাদের চেয়েও পুরোন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ভোলেনি পর্তুগীজ রাজপুত্রকে। গত ৫ ফেব্রুয়ারি ছিল রোনাল্ডোর ৩৪তম জন্মদিন। এখন খেলোয়াড়দের জন্মদিন হলে তাদের বর্তমান ও সাবেক ক্লাবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আড়ম্বর করে শুভেচ্ছা জানিয়ে থাকে। কিন্তু রোনাল্ডোর জন্মদিনে তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ শুভেচ্ছা জানানোর প্রয়োজন মনে করেনি। রিয়াল মাদ্রিদ ভুললেও ভোলেনি তার আরেক সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের অফিসিয়াল টুইটার এ্যাকাউন্ট থেকে রোনাল্ডোকে শুভেচ্ছা জানিয়ে ক্লাবটি পোস্ট তো করেছেই, সারাদিন ইউনাইটেডের হয়ে রোনাল্ডোর করা গোলগুলো নিয়েও পোস্ট দিয়েছে। রোনাল্ডোর ভাল বন্ধু ন্যানির পোস্ট রি-টুইট করে পর্তুগীজ তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তার আরেক ক্লাব স্পোর্টিং লিসবনও। স্বাভাবিকভাবেই রোনাল্ডোকে শুভেচ্ছা জানিয়েছে তার বর্তমান ক্লাব জুভেন্টাসও। কিন্তু রোনাল্ডোর জন্মদিনে শুভেচ্ছা জানানোর চেয়ে চায়নিজ নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করাটাকে বেশি গুরুত্বপূর্ণ করেছে রিয়াল। ক্লাবের দেখাদেখি রিয়াল মাদ্রিদের লুকা মডরিচ, রাফায়েল ভারানে, সার্জিও রামোস, লুকাস ভাসকেজ, গ্যারেথ বেল, করিম বেনজেমা, কাসেমিরো, মার্কো এ্যাসেনসিও, ইসকো, টনি ক্রুস, কেইলর নাভাস কেউই রোনাল্ডোকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি। এক মার্সেলোই ব্যতিক্রম। রোনাল্ডোর সঙ্গে রিয়াল মাদ্রিদে খেলা এই ব্রাজিলিয়ান লেফটব্যাক ইনস্টাগ্রাম স্টোরিতে শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক এই সতীর্থকে। এদিকে এডেন হ্যাজার্ড চেলসিতে থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। তার মধ্যেই নিজের ভবিষ্যত ঠিক করে ফেলার কথা জানালেন বেলজিয়ান তারকা। সেই সিদ্ধান্তটা কী বা স্ট্যামফোর্ড ছেড়ে কোথায় যাচ্ছেন সেটা অবশ্য এখনও স্পষ্ট করেননি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ শেষে হ্যাজার্ড জানিয়েছিলেন, চেলসি ছাড়তে চান। তারপর থেকেই শোনা যায় ব্লুজ তারকাকে পেতে চায় রিয়াল মাদ্রিদ। রিয়ালকে আবার নিজের ‘স্বপ্নের’ ঘর বলে উল্লেখ করেছিলেন হ্যাজার্ড। চেলসির সঙ্গে এখনও ১৮ মাসের চুক্তি আছে ২৮ বছর বয়সী হ্যাজার্ডের। সেটা ২০২০ সালের পর আর বাড়াবেন কি না পরিষ্কার নয়। এর মধ্যেই এক সাক্ষাতকারে হ্যাজার্ড বলেছেন, ‘আমি জানি, আসলে আমি কি করতে যাচ্ছি। এই ব্যাপারে আমি সিদ্ধান্তও নিয়ে ফেলেছি।’ তবে এর বাইরে আর কিছু আপাতত বলেননি তিনি। রিয়াল ও তাকে জড়িয়ে যতবারই খবর বের হয়েছে, কোনবারই অস্বীকার করেননি হ্যাজার্ড। সম্প্রতি তাকে প্রশ্ন করা হয়েছিল, চেলসি ছেড়ে কোথাও গেলে বার্নাব্যু কী আপনার পছন্দে থাকবে? এক শব্দে হ্যাজার্ডের উত্তর ছিল, ‘কেন নয়’। চলতি মৌসুমের শুরুতে ইএসপিএন জানায়, সপ্তাহে দুই লাখ ৯০ হাজার পাউন্ড বেতনে দীর্ঘমেয়াদী চুক্তির জন্য দেয়া চেলসির প্রস্তাবে রাজি হননি হ্যাজার্ড। সেই সঙ্গে নিজের ভবিষ্যত কোথায় ঠিক করবেন সেটাও স্পষ্ট করছেন না বেলজিয়ান তারকা। ২০১২ সালের গ্রীষ্মে চেলসিতে যোগ দেন হ্যাজার্ড। ব্লুজদের জার্সিতে এ পর্যন্ত দুটি প্রিমিয়ার লীগ, একটি ইউরোপা, একটি লীগ কাপ ও একটি এফএ কাপ জিতেছেন।
×