ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিতের রেকর্ড সমতায় ভারত

প্রকাশিত: ১০:১০, ৯ ফেব্রুয়ারি ২০১৯

 রোহিতের রেকর্ড সমতায় ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডে দ্বিতীয় টি২০তে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে ভারত। অকল্যান্ডে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানের বেশি করতে পারেনি কিউইরা। জবাবে অধিনায়ক রোহিত শর্মা (২৯ বলে ৫০) ও ঋষভ পন্থের (২৮ বলে ৪০*) আগ্রাসী ব্যাটিংয়ে ১৯তম ওভারের পঞ্চম বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। প্রতিপক্ষ অধিনায়ক কেন উইলিয়ামসহ গুরুত্বপূর্ণ ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন স্পিনিং অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। এদিন মার্টিন গাপটিলকে (২২৭২) টপকে আন্তর্জাতিক টি২০তে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন রোহিত (২২৮৮)। প্রথম ভারতীয় হিসেবে হাঁকিয়েছেন ১শ’ ছক্কাও (১০২)। এছাড়া ‘অধিনায়ক’ হিসেবে দেশকে বেশি টি২০ জয়ের পথে বিরাট কোহলিকে ছুঁয়েছেন তিনি। হ্যামিল্টনে সিরিজ নির্ধারিত তৃতীয় ও শেষ ম্যাচ রবিবার। ছোট মাঠ ও ব্যাটিং উইকেটে ১৫৯ রানের লক্ষ্য খুব চ্যালেঞ্জিং ছিল না। ভারতের ব্যাটিংয়ে সেটি প্রমাণও হয়ে যায়। রোহিত ও শিখর ধাওয়ান উদ্বোধনী জুটিতে তোলেন ৭৯ রান। রোহিত ছিলেন বেশি আগ্রাসী। ২৯ বলে ৫০ রান করে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক আউটও হন আগে। দলের জয়ের পথে এগিয়ে নেয়ার পাশাপাশি দেখা পান দুটি মাইলফলকের। গাপটিলকে (২২৭২) পেছনে ফেলে টি২০তে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন রোহিতের (২২৮৮)। এ দিনের ৪ ছক্কায় প্রথম ভারতীয় আর বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন টি২০তে ছক্কার সেঞ্চুরি। তার ১০২ ছক্কার চেয়ে বেশি ছক্কা আছে গাপটিল (১০৩) ও ক্রিস গেইলের (১০৩)। টি২০তে এখন সর্বোচ্চ ৫০+ স্কোরের রেকর্ডও রোহিতের (২০ বার) দখলে। লুকি ফার্গুসনের গোলার মতো এক বাউন্সার পরে ধাওয়ানকে ফিরিয়েছেন ৩০ রানে। তবে ভারতের জিততে সমস্যা হয়নি। তিনে নেমে ২৮ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন পন্থ। মহেন্দ্র সিং ধোনি ১৭ বলে ২০ করে আরও একবার ফিরেছেন দলের জয় সঙ্গে নিয়ে। কোহলি এ পর্যন্ত ২০টি টি২০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১২টিতে জিতিয়েছেন ভারতকে। হার ৭ ম্যাচে। ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় একটা ম্যাচের কোন ফয়সালা হয়নি। আর সাফল্যে অনেক এগিয়ে ‘অধিনায়ক’ রোহিত এদিন ১৩তম টি২০তে নেতৃত্ব দিয়ে জিতলেন ১২ ম্যাচে। এর আগে নিউজিল্যান্ড মূলত কলিন ডি গ্র্যান্ডহোমের হাফ সেঞ্চুরিতে মধ্যমমানের পুঁজি পায় নিউজল্যান্ড। ছয় নম্বরে নেমে ৩৩ বলে ১ চার ও ৪ ছক্কায় ৫০ রান করে আউট হন এই অলরাউন্ডার। ৩৬ বলে ৪২ রান করেন রস টেইলর। অধিনায়ক কেন উইলিয়ামসন আউট হন ১৭ বলে ২০ রান করে। ভারতের দুর্দান্ত বোলিংয়ে সামনে আর কেউ সুবিধা করতে পারেননি। ম্যাচের নায়ক ক্রুনাল তার বাঁহাতি অর্থোডক্স স্পিনে ৩ উইকেট নিয়েছেন ২৮ রান দিয়ে। পেসার খালিদের শিকার ২ উইকেট। স্কোর ॥ নিউজিল্যান্ড ॥ ১৫৮/৮ (২০ ওভার; সাইফার্ট ১২, মুনরো ১২, উইলিয়ামসন ২০, মিচেল ১, টেইলর ৪২, ডি গ্র্যান্ডহোম ৫০, স্যান্টনার ৭*, কুগেলাইন ২, সাউদি ৩*; ভুবেনশ্বর ১/২৯, খলিল ২/২৭, হারদিক ১/৩৬, ক্রুনাল ৩/২৮, চাহাল ০/৩৭)। ভারত ॥ ১৬২/৩ (১৮.৫ ওভার; রোহিত ৫০, ধাওয়ান ৩০, পন্থ ৪০*, শঙ্কর ১৪, ধোনি ২০*; সাউদি ০/৩৪, কুগেলাইন ০/৩২, ফার্গুসন ১/৩১, স্যান্টনার ০/১৬, সোধি ১/৩১, মিচেল ১/১৫)। ফল ॥ ভারত ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ ক্রুনাল পান্ডিয়া (ভারত)। সিরিজ ॥ তিন টি২০ ১-১এ চলমান
×