ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইস্কোকে চায় বার্সা!

প্রকাশিত: ১০:০৯, ৯ ফেব্রুয়ারি ২০১৯

 ইস্কোকে চায় বার্সা!

স্পোর্টস রিপোর্টার ॥ সময়টা ভাল যাচ্ছে না রিয়াল মাদ্রিদের স্প্যানিশ তারকা ইস্কোর। বর্তমান কোচ সান্তিয়াগো সোলানির পরিকল্পনায় না থাকায় রিজার্ভ বেঞ্চে বসেই সময় কাটাতে হচ্ছে তাকে। তাই তার দল ছাড়ার গুঞ্জনও ফুটবল মহলে চাউর। আর রিয়াল তাকে বিক্রি করলে বার্সিলোনা তাকে পাওয়ার চেষ্টা করবে বলে জানিয়েছেন বার্তোমেউ। বিইন স্পোর্টসে দেয়া এক সাক্ষাতকারে এমনটাই বলেছেন বার্তোমেউ। তিনি বলেন, ‘যদি আমাদের কোচ আরও খেলোয়াড় চায় এবং সে যদি মাদ্রিদ ছাড়তে চায় অবশ্যই আমরা তাকে স্বাক্ষর করাব। তবে আপাতত এটা হচ্ছে না। এটা কোন প্রতিহিংসামূলক চুক্তি নয়।’ সাবেক কোচ জুলেন লোপেতেগুইর সঙ্গে সম্পর্কটা বেশ ভাল ছিল ইস্কোর। তার অস্বাভাবিক বিদায়টা ভালভাবে নেননি এ প্লেমেকার। বারবার লোপেতেগুইয়ের কথা বলাও পছন্দ ছিল না সোলারির। নতুন কোচের সঙ্গে শুরুতে বনিবনাও হয়নি ইস্কোর। এ রোষানলে পড়েই তাকে সাইডবেঞ্চে বসে সময় কাটাতে হচ্ছে বলে মনে করছেন ফুটবলবোদ্ধাদের অনেকে। তবে নিজেদের মধ্যে খেলোয়াড় দলবদলের ব্যাপারটা খুব একটা ভালভাবে নেয় না রিয়াল ও বার্সিলোনা। সর্বশেষ ২০০০ সালে বার্সিলোনা ছেড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন লুইস ফিগো। এরপর থেকেই বার্সিলোনার সমর্থকদের কাছে ঘৃণার পাত্র হয়ে যান ফিগো। এরপর থেকে ন্যুক্যাম্পে আসলে তাকে নানা ধরনের দুয়ো শুনতে হয়েছে। এমনকি তারদিকে একবার শূকরের মাথা ছুড়ে দেয়া হয়েছিল।
×