ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিলের ফ্লামেঙ্গো ক্লাবে আগুনে ১০ জনের মৃত্যু

প্রকাশিত: ১০:০৯, ৯ ফেব্রুয়ারি ২০১৯

 ব্রাজিলের ফ্লামেঙ্গো ক্লাবে আগুনে ১০ জনের মৃত্যু

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়াঙ্গনে দুর্ঘটনা যেন আচমকাই বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে একের পর এক দুঃসংবাদ আসছে। এবার ব্রাজিলে ঘটেছে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা। শুক্রবার দেশটির বিখ্যাত ক্লাব ফ্লামেঙ্গোতে হওয়া অগ্নিকান্ডে ছয় উঠতি ফুটবলারসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে। ফ্লামেঙ্গো ক্লাবের হয়ে বিভিন্ন সময়ে খেলেছেন বিখ্যাত সব ফুটবলার। এদের মধ্যে অন্যতম বেবেতো, রোনাল্ডিনহো, জিকো। সাম্প্রতিক সময়ে যে রিয়াল মাদ্রিদে খেলা ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে এত মাতামাতি। তিনিও বেড়ে উঠেছেন এই ক্লাবের আলো বাতাসে। শুক্রবার সেই ক্লাবেই ভয়াবহ এক অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মারা যাওয়া ১০ জনের মধ্যে ৪ জন ফ্লামেঙ্গো ক্লাবের একাডেমির খেলোয়াড়, ২ জন ক্লাবে ভর্তি হওয়ার জন্য ট্রায়াল দিতে এসেছিল। বাকি ৪ জন ক্লাবের কর্মকর্তা। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, ঘুমিয়ে থাকার কারণে সয়মতো আগুন টের না পাওয়াতেই হতাহতের ঘটনা ঘটেছে। ব্রাজিলের রিও ডি জেনিরোতে অবস্থিত ক্লাবের যে বিল্ডিংয়ে আগুন ধরেছে তাতে মূলত একাডেমির উদীয়মান খেলোয়াড়রা থাকে। ১৪ থেকে ১৭ বছরের কিশোর ফুটবলারদের আবাসস্থল এই বিল্ডিং। রিওর পুলিশ বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় এই স্পোর্টস কমপ্লেক্সে অন্তত ১০ জনের মৃত্যু ঘটেছে। আগুন লাগে স্থানীয় সময় ভোর ৫টার দিকে। আগুন যেখানে ছড়িয়ে পড়ে সেখানে ফ্লামেঙ্গোর পেশাদার ফুটবলাররাও অনুশীলন করেন। তাদের সকালে অনুশীলনে আসার কথা ছিল। দুই ঘণ্টা চেষ্টার পর অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে বাঁচানো যায়নি গুরুতর দগ্ধ ১০ জনকে। হতাহতের মোট সংখ্যা এখনও জানা যায়নি। রিয়ালে আসার আগে এই ক্লাবেই খেলেছেন ভিনিসিয়াস। টুইটারে তাই কষ্ট আর আবেগ সামলাতে পারেননি উঠতি এই ফুটবলার। তিনি লিখেছেন, ‘কী কষ্টের সংবাদ। সবার জন্য প্রার্থনা করুন। সবাই সুস্থ থাকুন, শক্ত থাকুন। ভিনিসিয়াসের আরেক সঙ্গী এসি মিলানের লুকাস পাকুয়েটাও সবাইকে প্রার্থনা করার অনুরোধ করেছেন। এদিকে অবশেষে পাওয়া গেছে গত ২১ জানুয়ারি বিমানসহ নিখোঁজ হয়ে যাওয়া আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার মরদেহ। দিনকয়েক আগে উদ্ধার করা হয়েছিল সালাকে নিয়ে নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ। সেই ধ্বংসাবশেষ থেকেই উদ্ধার করা হয়েছে সালার মরদেহ। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে উদ্ধার কাজের সঙ্গে জড়িত থাকা ডরসেট পুলিশ। তবে এখনও বিমানের পাইলট ডেভিড ইবটসনের ব্যাপারে কোন তথ্য নিশ্চিত হওয়া যায়নি। ফ্রান্স ও কার্ডিফের মাঝে ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় প্রিমিয়ার লীগের ক্লাব কার্ডিফ সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালাকে বহনকারী এক ইঞ্জিনের বিমানটি পাইলট ডেভিড ইবটসনসহ হুট করেই নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও সালা কিংবা তার পাইলটের কোন খোঁজ পায়নি অনুসন্ধানকারীরা। ঘটনার প্রায় ১৩ দিন পর গত ৩ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তারা দাবি করেন নিখোঁজ সেই বিমানটির খোঁজ পাওয়া গিয়েছে। ইংলিশ চ্যানেলের সমুদ্রতীরে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা গিয়েছে বলে জানায় ব্রিটিশ এয়ার এ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (এএআইবি)। ডরসেট পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মরদেহটি পোর্টল্যান্ড পোর্টে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই ৭ ফেব্রুয়ারি ২০১৯ সালে আমরা নিশ্চিত হতে পেরেছি সেটি পেশাদার ফুটবলার এমিলিয়ানো সালারই। আমরা সালা এবং পাইলট ইবটসনের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। তারাও আমাদের সহায়তা করছে। দুই পরিবারের জন্যই আমাদের সমবেদনা আছে।
×