ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উইন্ডিজ দলে ক্রিস গেইল

প্রকাশিত: ১০:০৮, ৯ ফেব্রুয়ারি ২০১৯

 উইন্ডিজ দলে ক্রিস গেইল

স্পোর্টস রিপোর্টার ॥ বিপিএলের পুরোটা সময় বলতে গেলে নিজের ছাঁয়া হয়ে ছিলেন ক্রিস গেইল। তবে ৩৯ বছর বয়সী তারকা যে ওয়েস্ট ইন্ডিজ থিঙ্কট্যাঙ্কদের বিশ্বকাপ পরিকল্পনায় ভালমতোই আছেন তার প্রমাণ ওয়ানডেতে ফিরে আসা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের ওয়ানডে দলে আরও জায়গা পেয়েছেন ওপেনিংয়ে তার পার্টনার এভিন লুইসও। আর বিপিএলের পরিচিত মুখ নিকোলাস পুরানকে প্রথমবারের মতো পঞ্চাশ ওভারের ক্রিকেটে ডাকা হয়েছে। নেতৃত্ব দেবেন যথারীতি জেসন হোল্ডার। গেইল শেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছর জুলাইয়ে নিজেদের মাটিতে, বাংলাদেশের বিপক্ষে সিরিজে। সর্বশেষ ম্যাচে ৬৬ বলে ৭৩ রানের ইনিংসও খেলেছিলেন। তবে এরপর আফগান প্রিমিয়ার লীগ ও টি১০ লীগে খেলার জন্য ভারত ও বাংলাদেশ সফরে ছিলেন না। আরেক বিস্ফোরক ব্যাটসম্যান লুইসও শেষ ওয়ানডে খেলেন সেই বাংলাদেশ সিরিজেই। ব্যক্তিগত কারণ দেখিয়ে গেইলের মতো তিনিও ছিলেন না ভারত সফরে। পরে খেলেননি বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজেও। তবে বাংলাদেশে টি২০ সিরিজের দলে ছিলেন এই বাঁহাতি ওপেনার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল ফাইনাল (শুক্রবার) খেলতে এখনও বাংলাদেশেই আছেন লুইস। গেইল ও লুইসের দলে ফেরা মানে আগামী বিশ্বকাপেও দু’জনকে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হলো ওয়েস্ট ইন্ডিজের। এবারের বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে যাওয়া নিকোলাস পুরান প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে দলে। বাঁহাতি আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্যারিবিয়ানদের হয়ে খেলেছেন ৮টি টি২০। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে না খেলা অধিনায়ক হোল্ডার ফিরেছেন চোট কাটিয়ে। চোট কাটিয়ে ফিরেছেন অফ স্পিনার এ্যাশলে নার্সও। ১৪ সদস্যের দলে পরিবর্তন আছে আরও কয়েকটি। বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়েছেন চন্দরপল হেমরাজ, কাইরান পাওয়েল, সুনীল আমব্রিস, টি২০ অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট ও টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য রোস্টন চেইসের মতো তারকা। হাঁটুর চোটের কারণে নেই অভিজ্ঞ মারলন স্যামুয়েলস। ২০ ফেব্রুয়ারি বারবাডোজে শুরু পাঁচ ওয়ানডের সিরিজ। ঘরের মাটিতে দাপুটে জয়ে এক ম্যাচ হাতে রেখেই সবাইকে অবাক করে দিয়ে টেস্ট সিরিজ নিশ্চিত করেছে ক্যারিবীয়রা। গেইল-লুইসরা কি পারবেন ওয়ানডেতে সাফল্যের ধারা অব্যাহত রাখতে, সময়েই তার উত্তর মিলবে। ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল ॥ জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান এ্যালেন, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, এ্যাশলে নার্স, কিমো পল, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, কেমার রোচ, ওশান টমাস।
×