ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ১০:০৮, ৯ ফেব্রুয়ারি ২০১৯

 নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

স্পোর্টস রিপোর্টার ॥ হকির আসন্ন নির্বাচনে কাউন্সিলরশিপ নিয়ে অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে। জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য না হলেও ‘মনির হোসেন’ নামের একজন কাউন্সিলের নাম পাঠানো হয়েছে হকি ফেডারেশনে। যা জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন আইন বহির্ভূত। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল দায়িত্ব পেয়েই এ্যাডহক কমিটি থাকা ক্রীড়া ফেডারেশনগুলোতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সেই মোতাবেক নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে হকিতেও। দীর্ঘ প্রতীক্ষিত হকির নির্বাচন নিয়ে ইতোমধ্যে কাউন্সিলর সংগ্রহ শুরু করেছেন ফেডারেশনের কর্মকর্তারা। কিন্তু এখানেও অভিযোগ উঠেছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে মনির হোসেন নামে একজন কাউন্সিলরের নাম পাঠানো হয়েছে। অথচ যিনি কিনা জেলা ক্রীড়া সংস্থার কোন সদস্যই নন। যা জাতীয় ক্রীড়া সংস্থার আইনের সঙ্গে সাংঘর্ষিক। ক্রীড়া পরিষদের আইন অনুযায়ী জাতীয় ফেডারেশনের নির্বাচনে কাউন্সিলর হতে হলে ক্লাব বা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য হতে হবে। এমন অভিযোগের প্রেক্ষিতে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বলেন, ‘নির্বাচন আয়োজনের জন্য ১০ ফেব্রুয়ারি কাউন্সিলদের নামের তালিকা ক্রীড়া পরিষদে জমা দেয়ার শেষ দিন ছিল। যদিও সে সময় বাড়ানো হয়েছে। তবে কাউন্সিলররা নাম এখনও পাঠাচ্ছেন। তাই পুরোটা দেখা হয়নি। আগামীকাল (আজ) ফেডারেশনে গিয়ে দেখব ঘটনা সত্যি কিনা।’ ফেডারেশনের সহ-সভাপতি আবদুর রশিদ শিকদার বলেন, ‘এমনটা ঘটে থাকলে তা অনৈতিক। আমরা অবশ্যই এ বিষয়ে আপত্তি তুলব।’
×