ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেসি চাইলেই চুক্তি নবায়ন

প্রকাশিত: ১০:০৮, ৯ ফেব্রুয়ারি ২০১৯

 মেসি চাইলেই চুক্তি নবায়ন

স্পোর্টস রিপোর্টার ॥ গত নবেম্বরে প্রিয় ক্লাব বার্সিলোনার সঙ্গে নতুন করে চার বছরের চুক্তি করেন লিওনেল মেসি। যার ফলে চুক্তির মেয়াদ ফুরোবে ২০২১ সালে। তারপর? বার্সিলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ অবশ্য সেই সময়েই জানিয়ে দিয়েছিলেন, এটাই তাদের সঙ্গে মেসির শেষ চুক্তি নয়। যে কারণেই চুক্তির মেয়াদ দুই বছরের বেশি সময় বাকি থাকতেই মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে কাতালান ক্লাবটি। তবে কখন হবে নতুন চুক্তি? সে বিষয়ে নিশ্চিত কিছুই জানায়নি স্প্যানিশ জায়ান্টরা। বরং মেসি যখন চাইবেন ঠিক তখনই নতুন চুক্তি করতে রাজি আছেন তারা। এ বিষয়ে বার্সিলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ বলেন, ‘মেসির সঙ্গে এখনও দুই বছরের বেশি সময়ের মেয়াদ রয়েছে। তবে সে এখনও যেভাবে খেলছে তাকে আমাদের আরও অনেক বছর প্রয়োজন।’ কাডেনা কোপকে দেয়া এক সাক্ষাতকারে বার্তোমেউ এ সময় আরও বলেন, ‘লিও একজন বুদ্ধিমান খেলোয়াড়। এসব বিষয় কিভাবে দেখতে হবে তা তার খুব ভালভাবেই জানা। এসব ব্যাপারে যদি তার কোন কথা থাকে অবশ্যই আমাদের জানাবে। সে যখনই সিদ্ধান্ত নিবে তখনই আমরা তার চুক্তি নবায়ন করব। মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়, এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই।’
×