ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ জামালের কাছে আরামবাগের হতাশার হার

প্রকাশিত: ১১:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০১৯

 শেখ জামালের কাছে  আরামবাগের হতাশার হার

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আরামবাগ ফাউল করে খেলেনি। ওদের খেলা সুন্দর। তাই ওদের সাপোর্ট করছি। শেখ জামাল দল ফাউল করে খেলছে।’ কথাগুলো ক্লাস ফাইভে পড়া ১২ বছর বয়সী মোহাম্মদ জুবায়েরের। জীবনে এই প্রথম বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে এবং গলা ফাটিয়ে আরামবাগ ক্রীড়া সংঘকে সমর্থন দিয়েও জুবায়ের জেতাতে পারেনি তার পছন্দের দলকে। বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলায় আরামবাগকে ২-০ গোলে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচের ৬২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জামালের অধিনায়ক-গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্ম এবং ৬৭ মিনিটে জামালের আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো পেরেজ। জুবায়েরের এলাকায় মাঠের অভাব। তাই বন্ধুদের সঙ্গে নিজেদের বিল্ডিংয়ের ছাদে ফুটবল খেলে। দলের অধিনায়ক সে। খেলে ফরোয়ার্ড পজিশনে। আর্জেন্টিনা ও মেসির অন্ধভক্ত। এই মাঠে ২০১১ সালে মেসি এসে খেলেছিল জেনে বিস্মিত হয় সে। ভবিষ্যতে মেসির মতো ফুটবলার হতে চায়। পঞ্চম ম্যাচে এটা আরামবাগের দ্বিতীয় হার। ৯ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের চার নম্বরে। একধাপ নিচে নামলো তারা। পক্ষান্তরে সমান ম্যাচে এটা জামালের দ্বিতীয় জয়। ৭ পয়েন্ট নিয়ে অষ্টম থেকে ষষ্ঠ স্থানে উঠে এলো তারা।
×