ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রথমদিনে বড় সংগ্রহ ইংল্যান্ড যুবাদের

প্রকাশিত: ১১:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০১৯

 প্রথমদিনে বড় সংগ্রহ ইংল্যান্ড যুবাদের

স্পোর্টস রিপোর্টার ॥ একমাত্র টি২০তে হেরেছে। তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ইংল্যান্ড অনুর্ধ-১৯ ক্রিকেট দল। বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল দুর্দান্ত খেলেছে। কিন্তু দুই ম্যাচের যুব টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথমদিনে ইংলিশরা বড় সংগ্রহই গড়েছে। ৮ উইকেট হারিয়ে ২৬১ রান করে ফেলেছে বাংলাদেশ যুব দল। তবে বল হাতে স্পিনার রুহেল আহমেদ আবার অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। ৪ উইকেট তুলে নিয়েছে। চারদিনের ম্যাচের আজ দ্বিতীয়দিন। ৭ রান করা ডন মোসলি ও ৪ রান করা এ্যাডাম ফিঞ্চ আজ ব্যাট হাতে নামবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হচ্ছে ম্যাচটি। টস জিতে ইংল্যান্ড যুব দল আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ওভারের সিরিজগুলোতে ব্যর্থতার পর দীর্ঘ পরিসরের ক্রিকেটের সিরিজে সেই ব্যর্থতা ঘোচাতে চায় দলটি। প্রথমদিনে ভালও খেলেছে। প্রথম উইকেটেই দুই ওপেনার জর্জ বালডার্সেন ও বেন চার্লসওর্থ মিলে ১২৪ রানের জুটি গড়ে। এই জুটিতে বড় স্কোর গড়ার দিকে এগিয়ে যায় ইংল্যান্ড। দলের ১২৪ রানের সময় ৬৫ রান করা বালডার্সেনকে আউট করে দেয় রুহেল। এরপর থেকে একটু এগিয়ে যায় ইংল্যান্ড, আবার উইকেট হারায়। দলের পক্ষে চার্লসওর্থ ৯৯ রান করে। রুহেলের ৪ উইকেট নেয়ার সঙ্গে আসাদুল্লাহ গালিব ও মিনহাজুর রহমান ২টি করে উইকেট নেয়। স্কোর ॥ ইংল্যান্ড অনুর্ধ-১৯ দল প্রথম ইনিংস- ২৬১/৮; ৯০ ওভার (চার্লসওর্থ ৯৯, বালডার্সেন ৬৫, হিল ২৬, হামিদুল্লাহ ১০; রুহেল ৪/৬১)। প্রথমদিন শেষে ।
×