ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ মেরুতে হিমবাহর তলায় বিশাল গর্ত

প্রকাশিত: ০৯:৩৭, ৮ ফেব্রুয়ারি ২০১৯

 দক্ষিণ মেরুতে হিমবাহর তলায় বিশাল গর্ত

দক্ষিণ মেরু বিচ্ছিন্ন হতে চলা হিমবাহর তলায় বিশাল গর্ত আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এর ফলে এই আশঙ্কা ছড়িয়েছে যে, ধারণার চেয়েও অনেক দ্রুতগতিতে সেখানকার বরফের চাঁই গলে পড়ছে। নাসা গবেষকরা গর্তটি খুঁজে পান। তারা বলেছেন, বিশাল থাইটেস হিমবাহর তলার গর্তটি ৩শ’ মিটার লম্বা এবং নিউইয়র্কের ম্যানহাটনের দুই-তৃতীয়াংশের সমান। গার্ডিয়ান। জায়গাটি ১৪ বিলিয়ন টন বরফ ধারণের জন্য যথেষ্ট বড় এবং ওই বরফের অধিকাংশই গত তিন বছরে গলে গেছে। সায়েন্স এ্যাডভান্সেসয়ে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা বলেছেন, হিমবাহর কিছু কিছু জায়গায় বরফে দ্রুত পরিবর্তন অপ্রত্যাশিত। গবেষকরা ইটালিয়ান ও জার্মান উপগ্রহ এবং নাসার অপারেশন আইসব্রিজ থেকে আইস-পেনিট্রেটিং রাডার ব্যবহার করে গর্তটি খুঁজে পান। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগের চেয়ে দ্রুত বরফ গলে যাচ্ছে এ্যান্টার্কটিকায়। ৪০ বছর আগের তুলনায় বর্তমানে বছরে ছয় গুণ বেশি হারে বরফ হারাচ্ছে মহাদেশটি। আর এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বাড়ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
×