ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্মশানে গ্রেফতার একজন কারাগারে, বাকিরা সংশোধনাগারে

প্রকাশিত: ১২:২৮, ৭ ফেব্রুয়ারি ২০১৯

শ্মশানে গ্রেফতার একজন কারাগারে, বাকিরা সংশোধনাগারে

বিডিনিউজ ॥ ঢাকার পোস্তগোলা শ্মশানে মৃত এক নবজাতককে মাটির নিচ থেকে তুলে মাথা বিচ্ছিন্ন করার ঘটনায় গ্রেফতার পাঁচজনের একজন প্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছেন ঢাকার একজন মহানগর হাকিম। মঙ্গলবার ভোররাতে শ্মশানঘাটে এই বীভৎস কাণ্ড ঘটানোর সময় ওই পাঁচজনকে ধরে পুলিশে দিয়েছিলেন সেখানে কর্তব্যরত আনসার সদস্য এবং সিটি করপোরেশনের কর্মচারীরা। গ্রেফতার কিশোররা তখন বলেছিলেন, ‘অলৌকিক ক্ষমতার’ অধিকারী হওয়ার আশায় তারা এই তান্ত্রিক সাধনা করছিলেন। আটকের পর শ্মশানের পক্ষ থেকে পলাশ চক্রবর্তী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার পাঁচজনকে ঢাকার আদালতে নিয়ে যায় পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শ্যামপুর থানার এসআই মোঃ আমিরুল ইসলাম তদন্তের স্বার্থে পাঁচজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনে সায় নিয়ে মহানগর হাকিম আহসান হাবীব আসামিদের মধ্যে রুদ্রকুর্মীকে (১৮) কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্য চারজনকে পাঠান সংশোধনাগারে। শুনানির সময় আসামি পক্ষে কোন আইনজীবী ছিলেন না।
×