ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাংবাদিককে তামাশা করে ‘আত্মহত্যা’ করতে বললেন সচিব

প্রকাশিত: ১২:২৭, ৭ ফেব্রুয়ারি ২০১৯

সাংবাদিককে তামাশা করে ‘আত্মহত্যা’ করতে বললেন সচিব

বিডিনিউজ ॥ ট্রেনের টিকেটের বাড়তি মূল্যের কারণ জানতে চাওয়া সাংবাদিককে ‘আত্মহত্যার’ পরামর্শ দিয়ে সমালোচনার মুখে পড়া রেল সচিব মোফাজ্জল হোসেন বলেছেন, অন্যান্য কর্মকর্তা এ বিষয়ে ওই সাংবাদিকের সঙ্গে কথা বলতে রাজি না হওয়ায় ‘তামাশাচ্ছলে’ তাকে ‘আত্মহত্যার’ কথা বলেছিলেন তিনি। সময় টেলিভিশনের নাজমুস সালেহী বলছেন, কয়েক দিন ঘুরেও তথ্য না পাওয়ায় বুধবার সচিবের কাছে গেলে তিনি তাকে ‘চিরকুট’ লিখে আত্মহত্যা করতে বলেন। বিষয়টি নিয়ে ‘সাংবাদিককে আত্মহত্যার পরামর্শ দিলেন সচিব’ শিরোনামে সময় টেলিভিশনের অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে আরও কয়েকটি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ করে। সোশ্যাল মিডিয়ায়ও বিষয়টি আলোচিত হয়। পরে এ বিষয়ে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব রাতে বলেন, তিনি ওই সাংবাদিকের জন্য পরিশ্রম করেছেন। ‘আমি এত পরিশ্রম করলাম। একটা নিউজ করতে চায়, কয়দিন ধরে ঘুরেছে। আমি রেলের লোকজনকে দুই তিন দফা ডেকে ডেকে অনুরোধ করে বললাম। সবশেষ এডিজি অপারেশনকে বললাম। তো গতকাল মিয়া জাহানের সঙ্গে ওই রিপোর্টারের এ্যাপয়েন্টমেন্ট ছিল, মিয়া জাহান তাকে একটা ইন্টারভিউ দেবেন। ‘আমি প্রাইম মিনিস্টারের অফিস থেকে মিটিং শেষে বের হয়ে আসতেছি। ওই সময় তিনি হুট করে ঢুকে বলে ‘মিয়া জাহান তো ইন্টারভিউ দেবে না’। আমি বললাম যে, ‘ভাই, এটা নিয়ে যে পরিশ্রম তুমি-আমি করলাম। এতে তো আর কোন রাস্তা নাই, চলো আমরা গিয়ে আত্মহত্যা করি’।
×