ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রার্থিতা ফিরে পেলেন শাফিন

প্রকাশিত: ১২:২৬, ৭ ফেব্রুয়ারি ২০১৯

প্রার্থিতা ফিরে পেলেন শাফিন

বিডিনিউজ ॥ খেলাপী ঋণের কারণে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করলেও ইসিতে আপীল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ। ফলে আগামী ২৮ ফেব্রæয়ারি অনুষ্ঠেয় এই উপনির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন এই ব্যান্ড তারকা। বুধবার ঢাকা বিভাগীয় কমিশনার আপীল শুনানি শেষে শাফিনের আবেদন মঞ্জুর করেন। শাফিন বলেন, ‘ঋণ খেলাপীর অভিযোগে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। অথচ আমার ব্যাংক হিসাব ক্লিয়ার ছিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করি। শুনানি হলো; বিভাগীয় কমিশনার আমার পক্ষে রায় দিয়েছেন।’ সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আপীল শুনানির রায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। জাতীয় পার্টির এই প্রার্থী বলেন, আমি প্রার্থিতা ফিরে পাওয়ায় আশা করি, ভোট আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আমরা একটা ভাল নির্বাচনের আশায় রয়েছি। সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম ও সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন এর আগে কোন রাজনৈতিক দলে নাম লেখাননি। জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের এই লিড ভোকাল আকস্মিকভাবেই গত বছর মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়ে রাজনীতিতে পা রাখেন।
×