ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাস্তায় বরফ কাটছে ৮২ বছরের বৃদ্ধা

প্রকাশিত: ১১:০৭, ৭ ফেব্রুয়ারি ২০১৯

রাস্তায় বরফ কাটছে ৮২ বছরের বৃদ্ধা

মার্কিন মুলুকের একটি বড় অংশ বর্তমানে তুষারে ঢেকে গেছে। জনজীবনে এর প্রভাব পড়েছে। দেশটির দমকলকর্মীরা রাস্তাঘাট সচল রাখতে প্রতিনিয়ত বরফ কাটছে। তবে এর মধ্যে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছেন দেশটির ৮২ বছর বয়সী এক বৃদ্ধা। এই হাড় কাঁপানো শীতে মারলিনি ডাউনিং নামে এই নারী ঘরে বসে না থেকে বরফ কাটার যন্ত্র জোগাড় করে নেমে আসেন রাস্তায়। অন্য দমকলকর্মীদের মতো বরফ কেটে দক্ষতার প্রমাণ রাখেন। বিষয়টি গণমাধ্যমের নজরে এলে সাংবাদিকরা তার সাক্ষাতকার নিতে জেঁকে ধরেন। টেলিভিশন সাক্ষাতকারে মারলিনি ডাউনিং বলেন, আমি বরফের মধ্যে খেলতে পছন্দ করি। তবে মানুষের কষ্ট দেখে আমি বরফ কাটতে নেমে পড়ি। এ কাজে আমি কারও সহায়তা নিতে চাইনি। এই যন্ত্রটি আমি নিজে জোগাড় করে কাজে নেমে যাই। তিনি বলেন, আমার বড় নাতি আমাকে ঠা-ার মধ্যে বাইরে থাকতে নিষেধ করেছিল। তবে আমি শুনিনি। মারলিনি ডাউনিংয়ের বরফ কাটার এই দৃশ্য সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায়। অনেকেই তার এই সাহসিকতা ও দেশপ্রেমের প্রশংসা করছেন। সিবিসি নিউজ অবলম্বনে।
×