ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কর্ণফুলীর তীরে তৃতীয় দিনে আরও কিছু স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১১:০০, ৭ ফেব্রুয়ারি ২০১৯

কর্ণফুলীর তীরে তৃতীয় দিনে আরও কিছু স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কর্ণফুলী নদী ও তীরের বেদখল হওয়া জমি উদ্ধারে বুধবার চলে তৃতীয় দিনের অভিযান। এদিনও বেশকিছু স্থাপনা উচ্ছেদ হয়েছে। পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাহমিলুর রহমান, সিএমপির সিনিয়র সহকারী যুগ্ম কমিশনার নোবেল চাকম ও র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। বেহাত হওয়া ভূমি সম্পূর্ণ উদ্ধার না হওয়া পর্যন্ত উচ্ছেদ চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কর্ণফুলী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদে গত সোমবার শুরু হয় অভিযান। দীর্ঘ প্রতীক্ষার পর নদীর পাড় দখলমুক্ত হতে যাচ্ছে। আদালতের আদেশ প্রতিপালনে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। প্রথম দু’দিনের অভিযানে প্রায় দেড় শ’ স্থাপনা উচ্ছেদ হয়। বুধবার তৃতীয় দিনের অভিযানে ভাঙ্গা হয়েছে ছোট বড় আরও প্রায় অর্ধশত স্থাপনা।
×