ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফকিরহাটে সাত বাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ১০:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০১৯

ফকিরহাটে সাত বাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের রুদ্রগাতী গ্রামে বুধবার বিকেলে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, সুশান্ত বিশ্বাসের বসতঘর থেকে আকস্মিক আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শ্যালো মেশিনের মাধ্যমে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে ৬ পরিবারের ৭টি বাড়িসহ সকল জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় কোন বাড়িতে লোকজন ছিল না। এ ঘটনায় ৬টি বসতঘরসহ ১টি মোটরসাইকেল, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ২টি ফ্রিজ, ৪টি টিভি, ২টি কম্পিউটার, ধানের গোলা, আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র এবং পাশের গাছপালাও পুড়ে যায়। স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে এ ঘটনা ঘটতে পারে। অগ্নিকা-ের ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন সুশান্ত বিশ্বাস, রণজিৎ বিশ্বাস, গণপতি বিশ্বাস, সুমঙ্গল বিশ্বাস, অরুণ সরকার ও সুধাংশু সরকার।
×