ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিলখানায় ‘সীমান্ত ডাটা সেন্টার’ উদ্বোধন

প্রকাশিত: ১০:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০১৯

পিলখানায় ‘সীমান্ত ডাটা সেন্টার’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশীদের বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটছে ভারতীয় সীমান্তের ১০ থেকে ২০ কিলোমিটার ভেতরে। এগুলো সীমান্ত হত্যাকাণ্ড নয়। নো-ম্যানস ল্যান্ডে বাংলাদেশের ভেতরে ১৫০ গজ ও ভারতের ভেতরে ১৫০ গজের মধ্যে হত্যার ঘটনা হলে সেটাকে সীমান্ত হত্যা বলা যাবে। সীমান্তে হত্যাকাণ্ড সম্পর্কে এমনই নতুন তথ্য প্রকাশ করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম। তিনি বলেন, কোন হত্যাই গ্রহণযোগ্য নয়। প্রতিটি জীবন মূল্যবান। আমরা বিজিবির পক্ষ থেকে প্রতিটি হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে আসছি। বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতর পিলখানায় ‘সীমান্ত ডাটা সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে সীমান্তে সংঘটিত হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, গত বছরের অক্টোবর পর্যন্ত সীমান্তে মারা গেছে মাত্র একজন। সেটা এখন আট জনে দাঁড়িয়েছে। সব হত্যাকা- সীমান্তে হচ্ছে তা নয়। বেশিরভাগ হত্যাকাণ্ড ভারতীয় সীমান্তের ১০-২০ কিলোমিটার ভেতরে হচ্ছে। সিলেট সীমান্তে খাসিয়ারা রয়েছে। অবৈধভাবে যখন বাংলাদেশীরা ঢুকছে, তখন শুধু ভারতীয় সীমান্তরক্ষীরাই নয়, সেদেশের খাসিয়ারাও তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে গুলি করছে। আমরা প্রতিটি হত্যাকা-ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সর্বাধুনিক ডাটা সেন্টার ॥ প্রথমবারের মতো স্থাপিত সর্বাধুনিক প্রযুক্তির এই ডাটা সেন্টার বিজিবির আভিযানিক এবং প্রশাসনিক কর্মকা- আরও দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সহায়তা করবে। বিজিবির আভিযানিক কার্যক্রমকে আধুনিক, যুগোপযোগী ও গতিশীল করার লক্ষ্যে পিলখানাস্থ বিজিবি সদর দফতরে স্থাপিত ‘সীমান্ত ডাটা সেন্টার’ এর উদ্বোধন করা হয়। এ সীমান্ত ডাটা সেন্টার হতে বিজিবির নিজস্ব ওয়েবসাইট হোস্টিং করাসহ বিভিন্ন এপ্লিকেশন পরিচালনা করা হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এক্সচেঞ্জ সার্ভিস, বিজিবির নিয়োগ কার্যক্রম দ্রুতসম্পন্ন করার জন্য রিক্রুটিং সার্ভিস, অডিও ও ভিডিও কনফারেন্স সার্ভিস এবং ডিএমআর। সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারিসহ যোগাযোগের জন্য রয়েছে বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম, পেট্রোল ট্র্যাকার সিস্টেম, বর্ডার ম্যানেজমেন্ট সার্ভিস, বিজিবি মেইল সার্ভিস, এ্যাকটিভ ডাইরেক্টরি। সীমান্ত ডাটা সেন্টারের অন্যতম বৈশিষ্ট হলো- বিজিবির সব আইটি এপ্লিকেশন ও সিস্টেম কেন্দ্রীয় ভাবে নিয়ন্ত্রণ করা।
×