ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদে আলোচনা

মানুষ শেখ হাসিনার পক্ষে ব্যালট বিপ্লব ঘটিয়েছে

প্রকাশিত: ১০:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০১৯

মানুষ শেখ হাসিনার পক্ষে ব্যালট বিপ্লব ঘটিয়েছে

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারী দলের সংসদ সদস্যরা বলেছেন, এবারের নির্বাচনে প্রার্থীকে দেখে নয়, উন্নয়ন-সমৃদ্ধ ও নতুন প্রজন্মের প্রযুক্তিনির্ভর বাংলাদেশের নির্মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে নৌকার পক্ষে ব্যালট বিপ্লব ঘটিয়েছে। নির্বাচনে নিশ্চিত ভরাডুবি জেনেই বিএনপি-জামায়াতসহ স্বাধীনতাবিরোধীরা প্রতিদ্বন্দ্বিতা করতে নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল। কিন্তু দেশবাসীর স্বতঃস্ফূর্ত রায় এবং গোটা পৃথিবীর সব বিশ্ব নেতারা শেখ হাসিনার পাশে এসে দাঁড়ানোয় তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। প্রথমে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন তথ্য যোগাযোগ এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সরকারী দলের জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, এনামুল হক, মোহাম্মদ হাছান ইমান খাঁন, আনোয়ারুল আজীম আনার প্রমুখ। আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ এখন পরিপূর্ণ ডিজিটাল দেশ। প্রযুক্তি নির্ভর দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণে আমরা এগিয়ে যাচ্ছি। সারাদেশে ইন্টারনেট এখন সবার হাতের মুঠোয়। ই-টেন্ডারিংয়ের কারণে সন্ত্রাস, টেন্ডারবাজি দূর হয়েছে। ২০০৯ সালের আগে বাংলাদেশ ছিল সম্পূর্ণ শ্রমবাজার নির্ভর দেশ। গত ১০ বছরে নতুন প্রজন্মের অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, যা অতীতে কোন সুযোগ ছিল না। স্বল্প সময়ে মেধাভিত্তিক ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর দেশ গড়ে তোলার ঘটনা গোটা বিশ্বের কাছে এখন বিস্ময়। রাইট শেয়ারিং এ্যাপ ব্যবহার করে নতুন প্রজন্ম বাড়তি কিছু আয় করতে পারছে। আগামী ৫ বছরে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর মেধাভিত্তিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান বলেন, ৩০ ডিসেম্বরের সুষ্ঠু নির্বাচন নিয়ে একটি মহল মিথ্যাচার শুরু করেছেন। সমস্ত পৃথিবী, বিশ্বের সকল দেশের নেতা যখন শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছে, তখন ষড়যন্ত্রকারী আস্তে আস্তে নিজেদের গুটিয়ে নিচ্ছে। তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে দেশের জনগণ। দীর্ঘ চার দশক ধরে সংসদের প্রেস গ্যালারি থেকে রিপোর্টিং করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, যে জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করে, সেই জাতিকে কেউ দাবায়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। তিনি বলেন, এ দেশে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ রোপণ করেছিলেন জেনারেল জিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষভাবে সেই বিষবৃক্ষ উপড়ে ফেলতে সক্ষম হয়েছেন। তিনি দ-িত পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের জন্য পররাষ্ট্র ও আইনমন্ত্রীর প্রতি দাবি জানান।
×