ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কিন বিশেষ দূত উ. কোরিয়া যাচ্ছেন আজ

প্রকাশিত: ১১:৩২, ৬ ফেব্রুয়ারি ২০১৯

মার্কিন বিশেষ দূত উ. কোরিয়া যাচ্ছেন আজ

উত্তর কোরিয়া বিষয়ক বিশেষ মার্কিন দূত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে প্রত্যাশিত দ্বিতীয় বৈঠকের আগে আলোচনার জন্য বুধবার পিয়ংইয়ং যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর সোমবার এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, দুই নেতার মধ্যে বৈঠকের প্রস্তুতির বিষয়ে আলোচনা ছাড়াও উত্তর কোরিয়ার কর্মকর্তা কিম হাইয়ক চোলের সঙ্গে মার্কিন দূত স্টিফেন বিগানের বৈঠক গত বছর জুনে সিঙ্গাপুরে ট্রাম্প ও কিম যেসব বিষয়ে অঙ্গীকার করেছিলেন সেসবের আরও অগ্রগতি ঘটাবে। এগুলোর মধ্যে রয়েছে- উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণ, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সম্পর্ক আদান-প্রদান এবং কোরীয় উপদ্বীপে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা। -এএফপি
×