ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মার্কিন সৈন্য প্রত্যাহারের বিরুদ্ধে সিনেটে প্রস্তাব পাস

প্রকাশিত: ১১:৩২, ৬ ফেব্রুয়ারি ২০১৯

মার্কিন সৈন্য প্রত্যাহারের বিরুদ্ধে সিনেটে প্রস্তাব পাস

মার্কিন সিনেটে সোমবার সিরিয়া ও আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মারাত্মক সিদ্ধান্তের ওপর এক সংশোধনী প্রস্তাব অনুমোদন পেয়েছে। নিজের রিপাবলিকান সদস্যদের মধ্যে তার সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টির প্রেক্ষাপটে প্রস্তাবটি গৃহীত হয়। খবর এএফপির। প্রস্তাবটি উত্থাপন করেন সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল। তিনি গত সপ্তাহে বলেছেন, সৈন্য প্রত্যাহার উদ্যোগে এটাই সাধারণ বিষয় হয়ে দাঁড়াবে যে, সিরিয়া ও আফগানিস্তানে আল-কায়েদা, আইএস গ্রুপ ও তাদের শাখাগুলো আমাদের দেশের ওপর মারাত্মক হুমকি অব্যাহত রাখবে। প্রস্তাবটি ৭০-২৬ সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়। ৫৩ সিনেট রিপাবলিকানদের মধ্যে মাত্র ৩ জন সদস্য বিরুদ্ধে ভোট দিয়েছেন। প্রস্তাব মধ্যপ্রাচ্য বিষয়ক এক ব্যাপক ভিত্তিক নিরাপত্তা আইনে অন্তর্ভুক্ত করা হবে। প্রস্তাবে বলা হয়েছে, দুটি দেশের যে কোনটি থেকে মার্কিন সৈন্যের বিপজ্জনক প্রত্যাহার কষ্টার্জিত অর্জন ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। ট্রাম্প ডিসেম্বরে সিরিয়া থেকে আমেরিকার ২ হাজার সৈন্য প্রত্যাহার পরিকল্পনা টুইটে প্রকাশ করেন।
×