ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্যারিসে ভবনে অগ্নিকাণ্ড, ৮ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:৩১, ৬ ফেব্রুয়ারি ২০১৯

প্যারিসে ভবনে অগ্নিকাণ্ড, ৮ জনের মৃত্যু

ফ্রান্সের রাজধানী প্যারিসে সোমবার রাতে একটি ভবনে অগ্নিকা-ে চার জনের মৃত্যু ও অপর একজন মারাত্মকভাবে পুড়ে গেছে। দমকল বাহিনী একথা জানিয়েছে। খবর ওয়েবসাইট। প্যারিসের আটতলা একটি ভবনে এই অগ্নিকাণ্ডে দুই দমকলকর্মীসহ ৩০ জন সামান্য আহত হয়েছে। কয়েকজন বাসিন্দা হুড়োহুড়ি করে আশপাশের ভবনের ছাদে অবস্থান নিয়েছে। ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়ে। এলাকাটিতে আইফেল টাওয়ার এবং কয়েকটি অভিজাত দোকান ও রেস্তরাঁ আছে। এটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান। দমকল বিভাগের মুখপাত্র ক্লেমেন্ট কোগনন বলেন, আমাদের অনেককে উদ্ধার করতে হয়েছে। এদের মধ্যে কয়েকজন ছাদে আশ্রয় নিয়েছিলেন। স্থানীয় সময় আনুমানিক ভোর সাড়ে ৩টার দিকে দমকলকর্মীরা সবাইকে সরিয়ে নেয়। আশপাশের কয়েকটি ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। বিজয় মালিয়াকে প্রত্যর্পণ ২০১৬ সালে পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়াকে ভারতে ফেরানোর নির্দেশ আগেই দিয়েছিল ব্রিটেনের আদালত। সোমবার ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ মালিয়াকে প্রত্যর্পণের প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করে সেই প্রক্রিয়াকে আরও একধাপ এগিয়ে দিলেন। ভারতে মালিয়া আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত। সবদিক খতিয়ে দেখে তাই তাকে ভারতে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এই সংক্রান্ত নথিতে স্বাক্ষর করে দেয়া হয়েছে। -জি নিউজ
×