ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলার বিরোধী নেতাকে লিমা গ্রুপের সমর্থন

প্রকাশিত: ১১:৩১, ৬ ফেব্রুয়ারি ২০১৯

ভেনিজুয়েলার বিরোধী নেতাকে লিমা গ্রুপের সমর্থন

কানাডা ও ল্যাটিন আমেরিকার ১৩টি দেশ নিয়ে গঠিত লিমা গ্রুপের অধিকাংশ সদস্য ভেনিজুয়েলার স্বঘোষিত ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ হুয়ান গুয়েইদোর প্রতি সমর্থন জানিয়েছেন। সোমবার কানাডার অটোয়ায় এক বৈঠক শেষে ১৪ সদস্যের গোষ্ঠীটির ১১ সদস্য দেশ এক বিবৃতিতে কোন শক্তি ব্যবহার ছাড়াই ভেনিজুয়েলায় ক্ষমতার রদবদল ঘটানোর আহ্বান জানিয়েছে। -বিবিসি। ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা গুয়েইদোর প্রতি সমর্থন জানানোর জন্য দেশটির সামরিক বাহিনীর প্রতিও আহ্বান জানিয়েছে দেশগুলো। বিবৃতিতে ১৭টি পয়েন্টে যৌথ ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, গুয়াতেমালা, হন্ডুরাস, পানামা, প্যারাগুয়ে ও পেরু। ঘোষণায় দেশগুলো ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ‘হুয়ান গুয়েইদোর প্রতি স্বীকৃতি ও সমর্থন পুনর্ব্যক্ত করেছে’। এই ১১টি দেশ ‘(নিকোলাস) মাদুরো সরকারকে বিদেশে অথনৈতিক ও বাণিজ্যিক লেনদেন করা থেকে বিরত রাখতে পদক্ষেপ নেয়ার জন্য’ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। তবে লিমা গ্রুপের অপর তিন সদস্য মেক্সিকো, গায়ানা ও সেন্ট লুসিয়া এই ঘোষণার প্রতি সমর্থন জানায়নি। ভেনিজুয়েলার সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান বের করতে সাহায্য করার লক্ষে ২০১৭ সালে পেরুর রাজধানী লিমাতে এই গ্রুপটির প্রতিষ্ঠা হয়েছিল। ২০১৩ সালে হুগো চাভেসের মৃত্যুর পর ভেনিজুয়েলার ক্ষমতা গ্রহণ করেন ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার সরকারের সময় ভেনিজুয়েলার অর্থনীতিতে সঙ্কট শুরু হয় এবং ওষুধ, খাবার ইত্যাদি জরুরী সরবরাহে ঘাটতি দেখা দেয়। এক পর্যায়ে মূল্যস্ফীতি আকাশছোঁয়া হয়ে দাঁড়ায়। জাতিসংঘের তথ্যানুযায়ী, অর্থনৈতিক সঙ্কটের কারণে ২০১৪ সালের পর থেকে ৩০ লাখ ভেনিজুয়েলান দেশ ত্যাগ করেছেন। গত বছরের শেষ দিকে বিতর্কিত এক নির্বাচনে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন মাদুরো। দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পর থেকে মাদুরোবিরোধী বিক্ষোভ করছে দেশটির বিরোধীদলগুলো। এরই এক পর্যায়ে নিজেকে ভেনিজুয়েলার ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা করেছেন বিরোধীদলীয় নেতা ও পার্লামেন্ট প্রধান গুয়েইদো। এ ঘোষণা দেয়ার পরপরই মাদুরেকে অস্বীকার করে গুয়েইদোকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্তত ১৭টি দেশও গুয়েইদোকে স্বীকৃতি দিয়েছে। অপরদিকে রাশিয়া, চীন, তুরস্ক ও ইরান প্রেসিডেন্ট মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছে।
×