ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যালিফোর্নিয়ায় বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৫

প্রকাশিত: ১২:৩৫, ৫ ফেব্রুয়ারি ২০১৯

ক্যালিফোর্নিয়ায় বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় শহরের একটি বাড়ির ওপর বিমান বিধ্বস্তে পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। বিমানটি বিধ্বস্তের পর এর ধ্বংসাবশেষে আগুন ধরে যায়। স্থানীয় সময় রবিবার বিকেলে লসএ্যাঞ্জেলস থেকে ৩৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত শহরটিতে এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স নিউজ এজেন্সি। খবর ইয়াহু নিউজের। ধ্বংসাবশেষের আগুনে পুড়ে আরও দুজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে অরেঞ্জ কাউন্টি শেরিফ’স ডিপার্টমেন্ট। লস এ্যাঞ্জেলস টাইমসের খবরে বলা হয়, দুই ইঞ্জিনবিশিষ্ট ‘চেসনা ৪১৪অ’ এয়ারক্র্যাফট মডেলের বিমানটি স্থানীয় একটি বিমানবন্দর থেকে টেকঅফের ১০ মিনিট পরই বিধ্বস্ত হয়। বিমানটির ধ্বংসাবশেষ শহরটির চারটি বণ্ডকে ছড়িয়ে পড়ে এবং একটি বাসায় আগুন ধরে যায়। সংবাদপত্রটি জানায়, দুজন পুরুষ এবং দুজন নারী এই আগুনে দগ্ধ হয়ে মারা যান। দুর্ঘটনার শিকার বাসাটির বাসিন্দা ন্যান্সি মেহল (৬৫) সংবাদপত্রটিকে জানান, তিনি বিমানটির ইঞ্জিনের উচ্চ শব্দ শুনেছিলেন। তিনি বলেন, বিমানটি তার বাসার ওপর বিধ্বস্ত হলে তার মনে হয় যেন একটি বোমা বিস্ফোরিত হয়েছে বাসার সামনে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং দমকলকর্মীরা আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়। ঘটনাটি তদন্তাধীন আছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। দেশটির ‘ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড’ও ঘটনাটি তদন্ত করছে।
×