ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেগম জিয়ার মুক্তি দাবিতে ৮ ফেব্রুয়ারিতে ঢাকায় প্রতিবাদ কর্মসূচী বিএনপির

প্রকাশিত: ১২:৩২, ৫ ফেব্রুয়ারি ২০১৯

বেগম জিয়ার মুক্তি দাবিতে ৮ ফেব্রুয়ারিতে ঢাকায় প্রতিবাদ কর্মসূচী বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দেশের বিভিন্ন কারাগারে অন্তরীণ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার প্রতিবাদ কর্মসূচী পালন করবে বিএনপি। তবে সেদিন শুধু ঢাকায় প্রতিবাদ কর্মসূচী পালিত হবে। পরের দিন ৯ ফেব্রæয়ারি একই দাবিতে ঢাকা মহানগর বাদে সারাদেশে প্রতিবাদ কর্মসূচী পালন করবে দলটি। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচী ঘোষণা করা হয়েছে। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচীর ঘোষণা দেন। তিনি বলেন, ওইদিন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি প্রতিবাদ সভা করবে। পরদিন ৯ ফেব্রæয়ারি ঢাকা মহানগর বাদে সারাদেশে প্রতিবাদ কর্মসূচী পালিত হবে। এর আগে ৮ ফেব্রæয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা স্থগিত করে নতুন এই কর্মসূচী ঘোষণা করল বিএনপি। গত বছরের ৮ ফেব্রæয়ারি জিয়া এতিখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে পুরান কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। জজ আদালত ওই মামলায় তাকে ৫ বছরের কারাদণ্ড দিলেও হাইকোর্ট সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদন্ড দেয়। রিজভী বলেন, দুদক সরকারের প্রতিহিংসা চরিতার্থ করতেই তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে সাজা দিয়েছে। দুদক আইনী কানুন না মেনে সরকারের শীর্ষ ব্যক্তির নির্দেশেই বেগম জিয়াকে আটকে রাখতে মামলা সাজিয়েছে। বিরোধী শক্তি দমন করতে অবৈধ আওয়ামী গোষ্ঠীর একটি হাতিয়ার হলো বর্তমান দুর্নীতি দমন কমিশন দুদক। তিনি বলেন, এই দুদক ভুয়া ভোটের সরকারের ‘দশ বছরের মেগা দুর্নীতি’র চুল পর্যন্ত স্পর্শ করেনি। যদি দুর্নীতবাজদের ধরতে পারত তাহলে আওয়ামী লীগের অনেক মন্ত্রী-উপদেষ্টা এবং নেতারা যাদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তারা প্রবল প্রতাপে দেশব্যাপী দাপিয়ে বেড়াতে পারত না। দেশের বাইরে বেগম পল্লী ও সেকেন্ড হোম গড়ে উঠত না। নিউইয়র্কে মন্ত্রী পুত্রের বিলাসবহুল এ্যাপার্টমেন্ট থাকত না। সাবেক অর্থমন্ত্রী চার হাজার কোটি টাকা চুরিকে দুর্নীতি বলতে নারাজ হতেন না। এই দুদকের কারণেই দেশে দুর্নীতি আজ বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তৈমুর আলম খন্দকার, নজমুল হক নান্নু, হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন ও বেলাল আহমেদ প্রমুখ।
×