ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবারও বিপিএল খেলতে চান ভিলিয়ার্স

প্রকাশিত: ১১:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০১৯

আবারও বিপিএল খেলতে চান ভিলিয়ার্স

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ১৭ দিনের জন্য বাংলাদেশে এসেছিলেন। প্রথমবারের মতো খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে। মাত্র ৬ ম্যাচ খেলে ক্রিকেটপ্রেমীদের এবং তার দল রংপুর রাইডার্সের প্রত্যাশার সবটুকুই পূরণ করেছেন এবি ডি ভিলিয়ার্স। একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন। ‘মিস্টার ৩৬০ ডিগ্রী’ নামে পরিচিত এ বিধ্বংসী ব্যাটসম্যানের তাই সময়টা দারুণ কেটেছে বাংলাদেশে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পাশাপাশি রংপুরে অন্য বাংলাদেশী ক্রিকেটোরদের সঙ্গে বেশ সখ্যতাও গড়ে উঠেছিল। লীগ পর্বেই প্রথম বিপিএল যাত্রা শেষ হয়েছে, দেশে ফিরে গেছেন ভিলিয়ার্স। আর যাওয়ার আগে পরবর্তীতে আবার বিপিএলে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। মাত্র ৬ ম্যাচ খেলার জন্য গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছিলেন ভিলিয়ার্স। টি২০ ক্রিকেটের অন্যতম ভয়ানক এ প্রোটিয়া ব্যাটসম্যানকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের ছিল অনেক আশা-আকাক্সক্ষা ও আগ্রহ। তাকে দলে ভিড়িয়ে রংপুর রাইডার্সও প্রত্যাশা করেছিল দারুণ কিছু পাওয়ার। সবার আশাই পূরণ করেছেন ভিলিয়ার্স। ৬ ম্যাচে তার রান ছিল- ৩৪, ৪১, ১, ১০০*, ৩৭ ও ৩৪*। বিশেষ করে চট্টগ্রামে রাজশাহী কিংসের বিপক্ষে ৫০ বলে ৮ চার, ৬ ছক্কায় ১০০ রানের অপরাজিত ইনিংসটি খেলে বিপিএলের আকর্ষণ ও আবেদন বাড়িয়ে দেন তিনি। কিন্তু লীগ পর্বেই চুক্তিতে থাকা ৬ ম্যাচ শেষ হয়ে গেছে। তাই রংপুর আর পাচ্ছে না তাকে কোয়ালিফায়ার পর্বে। ইতোমধ্যেই দেশে ফিরে গেছেন তিনি রবিবার। মাত্র ১৭ দিনের বাংলাদেশে অবস্থান ও বিপিএলে খেলাটা দারুণ উপভোগ করেছেন। ভিলিয়ার্স বলেন, ‘আমাদের দলটা দারুণ। মানুষগুলো খুবই ভাল। আশা করছি, রংপুর শিরোপা জিতবে। আমার প্রথম বিপিএল অভিজ্ঞতাটা বেশ ভাল ছিল। ভবিষ্যতে আবারও এই টুর্নামেন্টে খেলতে চাই।’ এর আগে জাতীয় দলের হয়ে মাশরাফি বিন মর্তুজার বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম একই দলের হয়ে খেললেন ভিলিয়ার্স। তার অধিনায়ক ছিলেন মাশরাফি। তার বিষয়ে ভিলিয়ার্স বলেন, ‘আমি ম্যাশকে অনেক পছন্দ করি। এর আগে আমরা একে অপরের প্রতিপক্ষ হিসেবে লড়েছি। এবার একসঙ্গে খেললাম। দলটির হয়ে খেলা আমি উপভোগ করেছি। ভাল একটা সময় কেটেছে। দলের সবার সঙ্গে ভাল সম্পর্ক তৈরি হয়েছে। এসব মিস করব।’ রংপুরের সাফল্যের পেছনে ছিলেন আরেক দক্ষিণ আফ্রিকান ধ্বংসাত্মক ব্যাটসম্যান রাইলি রুশো ও ইংল্যান্ডের ওপেনার এ্যালেক্স হেলস। পুরো আসরেই দুর্দান্ত খেলেছেন এ দু’জন। তবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল হয়েছেন ব্যর্থ। পরে ভিলিয়ার্সও যোগ দেয়ার পর ব্যাটিং শক্তিতে বিশ্বের যেকোন দলের চেয়ে এগিয়ে যায় রংপুর। তবে দেশী বোলাররা দারুণ করেছেন দলটির। মাশরাফির পাশাপাশি দারুণ বোলিং করে জয়ে অবদান রেখেছেন ফরহাদ রেজা, নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলামরা। এ বিষয়ে ভিলিয়ার্স বলেন, ‘অনেকেই ভাল করছে। মোহাম্মদ মিঠুন ব্যাট হাতে টুর্নামেন্ট জুড়ে ভাল খেলছে। রেজা, শফিউল, অপু, নাহিদুল-সবাই ভাল বল করছে।’
×