ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেইমারকে ছাড়া অসহায় পিএসজি

প্রকাশিত: ১১:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০১৯

নেইমারকে ছাড়া অসহায় পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরিতে মাঠের বাইরে নেইমার। আর ধাক্কা খেতে শুরু করেছে তার ক্লাব দল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। রবিবার রাতে ফরাসী লীগ ওয়ানে প্রথমবার হেরেছে প্যারিসের পরাশক্তিরা। লিও সফরে স্বাগতিকদের কাছে ২-১ গোলে হেরেছে অতিথি পিএসজি। এ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে প্রথমে এগিয়ে যেয়েও হারতে হয়েছে টমাচ টাচেলের দলকে। ম্যাচের সপ্তম মিনিটে সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় আসরের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে অনেকটা এগিয়ে ইউলিয়ান ড্রাক্সলার বাড়ান বাঁ দিকে থাকা ডি মারিয়াকে। বলের নিয়ন্ত্রণ নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন আর্জেন্টিনার আক্রমণাত্মক মিডফিল্ডার। ম্যাচের ৩৩ মিনিটে সতীর্থের বাড়ানো ক্রসে হেডে লিওকে সমতায় ফেরান মুসা ডেম্বেলে। প্রথমার্ধের শেষ দিকে ডি মারিয়ার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও গোল লাইন থেকে ফিরিয়ে পিএসজিকে গোলবঞ্চিত করেন বেলজিয়ামের ডিফেন্ডার জেসন ডেনেইয়ার। বিরতির পর শুরুতেই সফল স্পট কিকে লিওকে এগিয়ে নেন নাবিল ফেকির। ডি বক্সে ডেম্বেলেকে পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পিএসজি। এই হারেও ২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ২৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিও। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লিলে। এদিকে ইনজুরিতে থাকা নেইমারকে ছাড়া পিএসজির জন্য চ্যাম্পিয়ন্স লীগ কঠিন হবে বলে মনে করছেন দলটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। গত মাসে পায়ের ইনজুরিতে পড়ায় চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলোর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান সুপারস্টারের। দীর্ঘ ক্যারিয়ারে এখনও ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা হাতে না পাওয়া ৪১ বছর বয়সী বুফন এ কারণেই হতাশা প্রকাশ করে বলেছেন, নেইমারের অনুপস্থিতিতে পিএসজির এগিয়ে যাওয়া কঠিন হবে। বুফন বলেন, প্রতি বছরই আমি মনে প্রাণে বিশ্বাস করি এটাই আমার জন্য সঠিক বছর। কিন্তু এই নিয়ে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের স্বপ্ন দেখার ২৪ বছর পার হয়ে গেছে। এখন বিষয়টা সত্যিই কঠিন। এখানে মূলত ভাগ্যেরও বিষয় আছে। এই মুহূর্তে আমাদের জন্য সময়টা কঠিন, কারণ নেইমার ইনজুরিতে। পিএসজির জন্য নেইমার অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কারণ গত তিন মাসে দলের জন্য সে অবিশ্বাস্য অবদান রেখেছে। তাকে না পাওয়াটা আমাদের জন্য দুর্ভাগ্যে।
×