ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ১১:৪২, ৫ ফেব্রুয়ারি ২০১৯

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ‘সুখে থাকলে ভূতে কিলায়’- প্রবাদের মর্মটা এখন চন্দ্রিকা হাতুরু সিংহের হৃদয়ে খুব করে বাজছে। বাংলাদেশেকে কোচিং করিয়ে অনেকটা ‘জিরো থেকে হিরো’ বনে যাওয়া লঙ্কান নাটকীয়ভাবে নিজ দেশের দায়িত্ব নিয়েছিলেন। ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে হারের লজ্জা, এশিয়া কাপে চরম ভরাডুবি, নিউজিল্যান্ডে ব্যর্থতার পর এবার অস্ট্রেলিয়া সফরে দুই টেস্টের সিরিজে ‘হোয়াইটওয়াশ’। ব্রিসবেনে ইনিংস ও ৪০ রানের পর ক্যানবেরায় হার ৩৬৬ রানে। অস্ট্রেলিয়ার ৫৩৪/৫ (ডিক্লে) ও ১৯৬/৩ (ডিক্লে)-এর জবাবে দিনেশ চান্দিমালের দল গুটিয়ে গেছে ২১৫ ও ১৪৯ রানে। সফরে দুই টেস্টের চার ইনিংসে তারা করতে পেরেছে ৬৪৭, ইনিংস প্রতি স্কোর মাত্র ১৬১.৭৫, যা দলটির টেস্ট ইতিহাসেরই সর্বনিম্ন ! ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি মিচেল স্টার্ক, সিরিজসেরা আরেক পেসার প্যাট কামিন্স। অথচ সদ্য ঘরের মাটিতে ভারতের কাছে অসিরা নাকানিচুবানি খাওয়ায় অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা! সে রেকর্ড গড়তে এসে দুই টেস্টে প্রতিপক্ষের ৪০ উইকেটের মাত্র ১৮টি ফেলতে পারা ও ৬৪৭ রান করার রেকর্ড হয়ে যাবে, এটা নিশ্চয় আশা করেননি হাথুরু সিংহে ও তার দলবল। চতুর্থ দিন সোমবার শেষ ইনিংসে ৫১৬ রানের লক্ষ্যে নেমে ১৪৯ রানেই গুটিয়ে গেছে লঙ্কানরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ক্যারিয়ারে দ্বিতীয়বার ম্যাচে ১০ উইকেট নিলেন বাঁহাতি ফাস্ট বোলার, দুটিই আবার শ্রীলঙ্কার বিপক্ষে। মানুকা ওভালে বিনা উইকেটে ১৭ রান নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। স্টার্ক ছোবল দিতে ৭টি ডেলিভারি সময় নেন। দারুণ এক বলে বোল্ড করে দেন লঙ্কানদের বড় ভরসা দিমুথ করুনারত্নকে । এরপর উইকেট এসেছে নিয়মিত বিরতিতে। স্টার্ক ও প্যাট কামিন্সের গতি ও স্কিলের সামনে দাঁড়াতে পারেনি লঙ্কান ব্যাটিং। ফিফটি করতে পারেননি কেউ, গড়ে ওঠেনি কোন পঞ্চাশ রানের জুটিও। গুড়িয়ে যায় তারা দেড় শ’ ছোঁয়ার আগে। এই নিয়ে নিজেদে শেষ ৭ টেস্টের ৬টি হারল শ্রীলঙ্কা। এই সিরিজেই নির্বাচক প্যানেল থেকে বাদ পড়া হাতুরুর কোচের চাকরিটা এবার থাকবে তো! অন্যদিকে ভারতের কাছে নিজেদের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ হেরে যাওয়ার পর অস্ট্রেলিয়া এবারের গ্রীষ্ম শেষ করল স্বস্তিতে। কোচ জাস্টিন ল্যাঙ্গার ও অধিনায়ক টিম পেইন জুটির এটিই প্রথম সিরিজ জয়। গত বছর কেপটাউনে কলঙ্কিত সেই বল টেম্পারিং ইস্যুতে বেসামাল অস্ট্রেলিয়ার জন্য দীর্ঘ ১৭ মাস পর পাওয়া এ সফল্য অনেক বড় প্রেরণার। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ॥ ৫৩৪/৫ ডিক্লে. (১৩২ ওভার; হ্যারিস ১১, খাজা ০, লাবুশেন ৬, হেড ১৬১, বার্নস ১৮০, প্যাটারসন ১১৪*, পেইন ৪৫*; রাজিথা ১/১০৩, ফার্নান্দো ৩/১২৬, চামিকা করুনারত্নে ১/১৩০, দিলরুয়ান ০/১১২, ডি সিলভা ০/৬০) ও দ্বিতীয় ইনিংস- ১৯৬/৩ ডিক্লে. (৪৭ ওভারে হ্যারিস ১৪, বার্নস ৯, খাজা ১০১*, লাবুশেন ৪, হেড ৫৯*; ফার্নান্দো ১/৪৩, রাজিথা ২/৬৪, দিলরুয়ান ০/৫২, চামিকা করুনারত্নে ০/১৮, ডি সিলভা ০/১৯)। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ॥ ২১৫/১০ (৬৮.৩ ওভার; দিমুথ করুনারত্নে ৫৯, থিরিমান্নে ৪১, চান্দিমাল ১৫, মেন্ডিস ৬ কুসল পেরেরা আহত অবসর ২৯, ডি সিলভা ২৫, দিকওয়েলা ২৫, চামিকা করুনারত্নে ০, দিলরুয়ান ১০, রাজিথা ০*, ফার্নান্দো ০; স্টার্ক ৫/৫৪, রিচার্ডসন ০/৪৯, কামিন্স ১/৩২, লেয়ন ২/৭০, লাবুশেন ১/৫) ও দ্বিতীয় ইনিংস- ১৪৯/১০, লক্ষ্য ৫১৬ (৫১ ওভার; দিমুথ করুনারত্নে ৮, থিরিমান্নে ৩০, চান্দিমাল ৪, দিকওয়েলা ২৭, মেন্ডিস ৪২, কুসল পেরেরা ০, ধনাঞ্জয়া ৬, চামিকা করুনারত্নে ২২, দিলরুয়ান ৪, রাজিথা ২*, বিশ্ব ০; স্টার্ক ৫/৪৬, রিচার্ডসন ১/২৯, লেয়ন ০/৫১, কামিন্স ৩/১৫, লাবুশেন ১/৬)। ফল ॥ অস্ট্রেলিয়া ৩৬৬ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)। সিরিজ ॥ দুই টেস্ট অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে জয়ী। সিরিজসেরা ॥ প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)।
×