ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যাগুয়েরোর হ্যাটট্রিক, বিধ্বস্ত আর্সেনাল

প্রকাশিত: ১১:৪০, ৫ ফেব্রুয়ারি ২০১৯

এ্যাগুয়েরোর হ্যাটট্রিক, বিধ্বস্ত আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে দশম হ্যাটট্রিক করলেন সার্জিও এ্যাগুয়েরো। রবিবার তার হ্যাটট্রিকের সৌজন্যেই নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে পরাজিত করে শক্তিশালী আর্সেনালকে। শুধু তাই নয়, এই হ্যাটট্রিকের সুবাদে ইতিহাসেও ঠাঁই করে নিলেন সিটিজেনদের এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লীগে সর্বোচ্চ হ্যাটট্রিককারীদের তালিকায় এ্যাগুয়েরো এখন দুইয়ে। ১১ গোল করে এই তালিকার শীর্ষে রয়েছেন এ্যালান শিয়েরার। দিনের আরেক ম্যাচে এদিন জয় পেয়েছে সিটিজেনদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ওলে গানার সোলসজায়েরের শিষ্যরা এদিন ১-০ গোলে কষ্টে হারিয়েছে লিচেস্টার সিটিকে। আগের ম্যাচে নিউক্যাসলের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় শিরোপার দৌড়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান বেড়ে যায় ম্যানচেস্টার সিটির। তবে এর ২৪ ঘণ্টার মধ্যেই লিচেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে সিটিজেন শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে দিয়েছিল লিভারপুল। তবে রবিবার আর ভুল করেনি ম্যানসিটি। দুর্দান্ত জয় তুলে নেয় পেপ গার্ডিওলার শিষ্যরা। নিজেদের মাঠে আর্সেনালের বিপক্ষে এই জয়ের মাধ্যমে শীর্ষ পয়েন্ট ধারীদের চাপে ফেলতে সক্ষম হলো সিটি। খেলা শেষে কাতালান কোচ বলেন, ‘নিউক্যাসলের সঙ্গে আমরা হেরে যাওয়ার পর সবাই ধরে নিয়েছিল লিভারপুলের সঙ্গে ব্যবধান ৭ পয়েন্টে উন্নীত হতে চলেছে। কারণ তারা ভেবেছিল লিচেস্টার সিটিকে হারাবে শীর্ষ পয়েন্টধারীরা। কিন্তু মৌসুমের শেষ হতে এখনও অনেক কিছুই ঘটার বাকি রয়েছে। অনেক কঠিন ম্যাচ অপেক্ষা করছে। এটিই হচ্ছে সত্যিকারের প্রিমিয়ার লীগ। আমি বুঝাতে চেয়েছি আপনারা আমার চেয়ে বেশি জানেন। আমাদের করণীয় কি সে সম্পর্কেও অবগত আছেন। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খেলোয়াড়রা দেখিয়েছে কেন তারা সেরা। নিউক্যাসলের বিপক্ষে আগের ম্যাচে আমরা নিজেদের আসল রূপ দেখাতে পারিনি। আর্সেনালের বিপক্ষে অন্তত আমরা স্বরূপে ফিরতে পেরেছি।’ ইত্তেহাদ স্টেডিয়ামে এদিন একের পর এক আক্রমণ করে আর্সেনালের রক্ষণকে তটস্থ করে রেখেছিল সিটিজেনরা। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন সার্জিও এ্যাগুয়েরো। তবে প্রতি আক্রমণ নিয়ে একাদশ মিনিটেই সমতায় ফিরে অতিথিরা। লুকাস টরেইরার কর্নারে ইগনাচো মনরিয়ালের ফ্লিকে বল পেয়ে যান লরেন্ট কোসিয়েলনি। মাত্র দুই গজ দূর থেকে গোল করেন তিনি। তাতে হতাশ না হয়ে দ্বিগুণ উৎসাহে অতিথিদের উপর ঝাঁপিয়ে পড়া সিটি আবার এগিয়ে যায় বিরতির ঠিক এক মিনিট আগে। রাহিম স্টার্লিংয়ের নিচু ক্রস থেকে বল খুঁজে নিয়ে এ্যাগুয়েরো দ্বিতীয় গোলটি করতে শুধু একটা টোকা দিতে হয়েছে। বিরতির পর ম্যাচের ৬১ মিনিটে হ্যাটট্রিকটাও পূর্ণ করে নেন এ্যাগুয়েরো। সতীর্থ স্টার্লিংয়ের শটের বল সফরকারী গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়িয়ে দেন তিনি। এতে হ্যাটট্রিকের পূরণের পাশাপাশি দলকে পৌঁছে দেন ৩-১ গোলের নিরাপদ দূরত্বে। ম্যাচ শেষে আর্সেনাল কোচ উনাই এমেরি বলেন, ‘পুরো ৯০ মিনিটই তারা নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। তবে দ্বিতীয়ার্ধেই সেটি বেশি ছিল। নিজেদের লক্ষ্য অর্জনে আমাদের আরও সময় দরকার। সেই সঙ্গে দরকার শান্ত থেকে ধৈর্য ধারণ করা।’ রবিবার অনুষ্ঠিত লীগের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে লিচেস্টার সিটিকে হারিয়েছে। ম্যাচের ৯ মিনিটে ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেন মার্কাশ রাশফোর্ড। এই গোলের সৌজন্যেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ওলে গানার সোলসজায়েরের দল।
×