ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যর্থ সালাহউদ্দিনের বিকল্প চান নাছির

প্রকাশিত: ১১:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০১৯

ব্যর্থ সালাহউদ্দিনের বিকল্প চান নাছির

স্পোর্টস রিপোর্টার ॥ গত এক দশকে বাংলাদেশ ফুটবলে অগ্রগতির কোন চিহ্নই নেই। এক ঢাকা লীগ মাঠে রাখা ছাড়া বর্তমান বাফুফে সভাপতির কোন সাফল্য নেই বলেও মন্তব্য করেছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি আ জ ম নাছির। তাই আসছে বছর বাফুফে নির্বাচনে নেতৃত্বের পরিবর্তন চান এ সংগঠক। তবে অবশ্যই প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে। আর গত নির্বাচনে সভাপতি পদে কাজী মোঃ সালাহ্উদ্দিনকে সমর্থন দেয়াটা ভুল হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। ২৮ এপ্রিল, ২০০৮। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব নিয়েছিলেন বরেণ্য ফুটবলার সালাহ্উদ্দিন। ফিফার টিম গ্রাফ বলছে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৫০’র নিচে অবস্থান ছিল তখন বাংলাদেশ জাতীয় দলের। এরপর সময়ের সঙ্গে যেখানে এগিয়ে গেছে আশপাশের সবাই, তখন একমাত্র আমাদের দেশটাই পিছিয়েছে সদর্পে! অথচ এমন তো হওয়ার কথা ছিল না। টানা তৃতীয়বারের মতো সভাপতি পদে দায়িত্ব নিয়ে সবকিছু বদলে ফেলার অঙ্গীকার করেছিলেন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা সালাহ্উদ্দিন। কোন স্বপ্ন সফল তো দূরে থাক, কাছাকাছিও যেতে পারেননি তিনি। চরমভাবে ব্যর্থ হয়েছেন জেলা ও বিভাগীয় ফুটবল সংস্থাগুলোকে নিয়ন্ত্রণে আনতে। আর খেলোয়াড়দের পাইপলাইন কিংবা তৃণমূলে ফুটবল তো এখনও অলীক স্বপ্ন। এ অবস্থায় সালাহ্উদ্দিনের হাতে বাংলাদেশের ফুটবলকে আর নিরাপদ ভাবছেন না নাছির। আর কোন পরীক্ষা-নিরীক্ষাতেও যেতে নারাজ তিনি। পরিবর্তন চান নেতৃত্বে। তিনি বলেন, ‘এরপরে আর কোন অজুহাত দেয়ার সুযোগ নেই। আমরা অপরাধী হয়ে গেছি। বিপিএল লীগ পরিচালনা করা ছাড়া আর কোন কিছু চোখে পড়েনি। বাফুফের নির্বাচন আসলে আমরা নতুনভাবে চিন্তা করব।’ নির্বাচনের এখনও অনেক দেরি। তবে মাঠ গরম হয়ে গেছে বেশ আগে থেকেই। সালাহ্উদ্দিনকে সমর্থন দিয়ে আরও একবার ভুল করতে চান না চট্টগ্রামের এই মেয়র। প্রধানমন্ত্রীর সবুজ সঙ্কেত পেলে এবার নতুন কাউকে সমর্থন দেবে ডিডিএফএ। নাছির বলেন, ‘যাকে আমরা সমর্থন দেব, তাকে তো অন্যরকম হতে হবে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সবুজ সঙ্কেত যে পাবে, তাকেই আমরা সমর্থন দেব।’ এদিকে জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের মহাসচিব এবং সাইফ স্পোর্টিং ক্লাবের কর্ণধার তরফদার রুহুল আমিন প্রার্থী হতে চান বাফুফে নির্বাচনে। তার আশাÑ আ জ ম নাছিরের সমর্থন থাকবে তার দিকেই। নির্বাচনে যেই আসুক, আর যেই অলঙ্কৃত করুক সভাপতির চেয়ার; ফুটবলপ্রেমীদের প্রত্যাশা একটাই, ফিরে আসুক ফুটবলের সুদিন।
×