ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় মাওলানা রুমীর ওপর নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী

প্রকাশিত: ১০:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০১৯

শিল্পকলায় মাওলানা রুমীর ওপর নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ মাওলানা জালালউদ্দিন রুমী ১৩ শতকের ফার্সি মুসলিম কবি, আইনজ্ঞ, ইসলামী ব্যক্তিত্ব, ধর্মতাত্ত্বিক একজন সুফী। তার প্রভাব জাতিগত পরিম-ল ছাড়িয়ে বিশ্বদরবারে ছড়িয়ে পড়ে। বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে তার কবিতা। তার কবিতা বা লেখায় মানুষ তার প্রাত্যহিক জীবনের বিভিন্ন অনুভূতিকে খুঁজে পায়। তাকে কোন নির্দিষ্ট জাতি বা গোষ্ঠী দিয়ে বেঁধে ফেলা সম্ভব নয়। তিনি সারা বিশ্বের মানুষের হৃদয়ের কথা বলেছেন। তিনি সবকিছু হৃদয় দিয়ে অনুভব করতেন। মাওলানা জালালউদ্দিন রুমীর ওপর প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন লেখক ও গবেষক শাহরিয়ার কবির। তার নির্মিত ‘মিথাতস ড্রিম’ নামের এ চলচ্চিত্র প্রদর্শনী হয় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সোমবার বিকেলে। শিল্পকলা একাডেমি আয়োজিত এ চলচ্চিত্র প্রদর্শনীর শুরুতে ছিল আলোচনানুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম। প্রধান বক্তা ছিলেন তুরস্কের কবি, নাট্যকার, অভিনেতা ও সুফী গবেষক তারিক গুণেরসেল। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের ভারপ্রাপ্ত উপপ্রধান এনিস ফারুক এরদেম, লেখক ও গবেষক অধ্যাপক মুনতাসীর মামুন এবং ‘মিথাতস ড্রিম’ চলচ্চিত্রটির নির্মাতা গবেষক শাহরিয়ার কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম বলেন, ফারসী, তাজাকিস্তানী, তুর্কী, গ্রীক, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মুসলামানরা গত সাত দশক ধরে বেশ ভালভাবেই মাওলানা জালালউদ্দিন রুমীর আধ্যাত্মিক উত্তরাধিকারকে যথাযথভাবে সমাদৃত করে আসছে। রুমির চিন্তা বা ধারণাগুলোকে আসলে কোন নির্দিষ্ট ছাঁচে ফেলা সম্ভব নয়। তাকে নিয়ে ডকুমেন্টারি নির্মাণ করেছেন শ্রদ্ধেয় শাহরিয়ার কবির। এটা খুব সহজ ব্যাপার নয়। আমি মনে করি এই ডকুমেন্টারি আমাদের অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখবে। প্রধান বক্তা তুরস্কের কবি, নাট্যকার, অভিনেতা ও সুফী গবেষক তারিক গুণেরসেল বলেন, আমার বন্ধু শাহরিয়ার কবিরকে ধন্যবাদ জানাই এমন একটি অসাধারণ কাজ করার জন্য। আমি আশা নির্মিত এই ডকুমেন্টারি মানবতার পক্ষে বিশেষ অবদান রাখবে। আমার বিশ্বাস এটা অসাম্প্রদায়িক চেতনার প্রতিনিধিত্ব করবে। চলচ্চিত্রটির নির্মাতা শাহরিয়ার কবির বলেন, তুরস্কে গত বছর এই চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়। অসম্ভব প্রশংসিত হয় এটি। তিনি বলেন, তুর্কী ও বাংলাদেশের মধ্যে নতুন করে এক বিশেষ সম্পর্ক গড়ে তুলবে এ চলচ্চিত্র। লালন ও রুমীর লেখার ভেতর অনেক মিল খুঁজে পাওয়া যায়। ‘সব লোকে কয় লালন কি জাত’ এ কথাটির মতো রুমীও তার লেখায় দেখিয়েছেন। অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, সুফীবাদের যখন থেকে উদ্ভব, তখন থেকেই এর বিরোধিতা করে আসছে কট্টরপন্থী ইসলাম। সুফীরা পতিত জমিতে আবাদ করেন। সাধারণ মানুষ তাদের কথা শুনেছেন মনেপ্রাণে। তাদের সঙ্গে পতিত জমি আবাদের মাধ্যমে সম্পর্ক গড়ে উঠেছে। সুফীরা ঈশ্বর প্রেমের কথা বলেছেন। সুফীবাদের মাধ্যমে সন্ত্রাস নির্মূল করা শাহরিয়ার কবিরের উদ্দেশ্যে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক বদরুল আলম ভূঁইয়া। সবশেষে পর্দায় দেখানো হয় শাহরিয়ার কবির নির্মিত ৩৫ মিনিটের প্রামাণ্য চলচ্চিত্র ‘মিথাতস ড্রিম’।
×