ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১২ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১০:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০১৯

খালেদাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১২ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১২ ফেব্রুয়ারি পুনরায় দিন ধার্য করেছে আদালত। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আংশিক শুনানি শেষে সোমবার নতুন এ দিন ধার্য করেন। গত ২১ জানুয়ারি মামলার আসামি ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে চার্জ শুনানি শেষ না হওয়ায় সোমবার শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এদিনও শুনানি শেষ করা সম্ভব না হওয়ায় ১২ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়। এর আগে কারা কর্তৃপক্ষ দুপুর ১২টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে কারাগার থেকে অস্থায়ী বিশেষ জজ আদালতে হাজির করেন। আদালত কক্ষে তিনি চুপচাপ বসেছিলেন। গত ৩ জানুয়ারি নাইকো দুর্নীতি মামলার শুনানিতে এসে বিচারককে আদালতের বিষয়ে অসন্তোষ জানিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা এ মামলায় জব্দকৃত আলামত, সিডি ও অনুসন্ধানী প্রতিবেদনের কপি চেয়ে একটি আবেদন করেন। এদিন ব্যারিস্টার মওদুদ আহমদ তার নিজের পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘আমি কোন অপরাধ করিনি। যারা অপরাধ করেছেন, তাদের বিচার হচ্ছে না। আইনী পয়েন্টে মামলার শুনানি শেষ করতে আরও দুটি তারিখ লাগবে। এ সময় আদালত বলে, ‘একটি তারিখে শেষ করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি আপনি আপনার পক্ষের শুনানি শেষ করবেন। অপরদিকে, খালেদা জিয়ার আইনজীবীরা নাইকো দুর্নীতি মামলার জব্দকৃত আলামত, সিডি ও অনুসন্ধানী প্রতিবেদনের কপি চেয়ে আবেদন করেন। আদালত এ বিষয়ে ‘আদেশ পরে দেবে’ বলে জানায়।
×