ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাদুঘরে ইয়াসমিন মুশতারি ও রুখসানা মুমতাজের গানে মুগ্ধ শ্রোতা

প্রকাশিত: ১০:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০১৯

জাদুঘরে ইয়াসমিন মুশতারি ও রুখসানা মুমতাজের গানে মুগ্ধ শ্রোতা

স্টাফ রিপোর্টার ॥ শিল্পী ইয়াসমিন মুশতারি ও রুখসানা মুমতাজের গানে মুগ্ধ শ্রোতা। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সোমবার সন্ধ্যায় দেশের জনপ্রিয় এই দুই শিল্পীর সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। মানবতাবিরোধী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়ক মোহাম্মদ আবদুল হান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্য অভিনেতা, পরিচালক ও শিক্ষক ড. ইনামুল হক এবং কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, একটি জাতির বৈশিষ্ট্য সংস্কৃতির মধ্য দিয়ে প্রতিফলিত হয়। আর এ সংস্কৃতির ধারণ, লালন ও বিকাশে মূল দায়িত্ব পালন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল মন্ত্রণালয়। অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আবদুল হান্নান খান উপজেলা পর্যায়ে সরকারী গণগ্রন্থাগার স্থাপনের দাবি জানান। উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের নামে এসব গণগ্রন্থাগার স্থাপন করা হলে এ কাজে প্রয়োজনীয় জমি পাওয়া সহজ হবে বলে তিনি পরামর্শ প্রদান করেন। স্বাগত বক্তব্য রাখেন আমরা সূর্যমুখীর নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সেলিম। শিল্পী ইয়াসমিন মুশতারি ‘সবকটা জানালা খুলে দাওনা’ গান দিয়ে শুরু করেন তার পরিবেশনা। তিনি ‘সাক্ষী থেকো রাতের আকাশ’, ‘আসল যখন ফুলের ফাগুন’, ‘সেদিন ছিল কি গোধূলি’সহ বেশ কিছু গান পরিবেশন করেন। এর আগে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রুখসানা মুমতাজ।
×