ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চার দিনের সফরে এসে কক্সবাজারে ক্যাম্প পরিদর্শন করলেন জাতিসংঘ দূত

এ্যাঞ্জেলিনা জোলির কাছে নিজ দেশে নির্যাতনের বর্ণনা দিলেন রোহিঙ্গারা

প্রকাশিত: ১০:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০১৯

এ্যাঞ্জেলিনা জোলির কাছে নিজ দেশে নির্যাতনের বর্ণনা দিলেন রোহিঙ্গারা

চট্টগ্রাম অফিস/স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সার্বিক অবস্থা পরিদর্শনে এলেন মার্কিন অভিনেত্রীও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত এ্যাঞ্জেলিনা জোলি। সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছার পর পরই তিনি কক্সবাজারে আসেন। সেখান থেকে সড়ক পথে তিনি যান রোহিঙ্গা ক্যাম্পে। এ সময় তার সঙ্গে ছিলেন প্রশাসনের উর্ধতন কয়েক কর্মকর্তা। এ্যাঞ্জেলিনা জোলি এর আগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছার পর ইনানীতে পাঁচ তারকা হোটেল টিউলিপে পৌঁছান। সেখানে কিছু সময় অতিবাহিত করার পর তিনি যান টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। সেখানে রোহিঙ্গা নারীদের কাছ থেকে ইতোপূর্বে রাখাইন রাজ্যে তাদের ওপর ঘটে যাওয়া বর্বরোচিত নানা কাহিনী শোনেন। দুপুরে তিনি টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে বিভিন্ন ক্যাম্প ঘুরে নির্যাতিতদের কাছ থেকে সেনা বর্বরতার বর্ণনা শ্রবণ করেন। তিনি আশ্রিতদের অনেকের সঙ্গে কথা বলেন এবং তাদের বিগত সময় ও বর্তমান অবস্থার খোঁজখবর নেন। বিকেলে তিনি যান টেকনাফের দমদমিয়া এলাকায় রোহিঙ্গা প্রত্যাবাসনে নিয়োজিত ট্রানজিট ক্যাম্পে। আজ মঙ্গলবার এ্যাঞ্জেলিনা জোলির উখিয়ার কুতুপালং ডি ব্লকসহ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার ইকবাল হোসাইন গণমাধ্যমকে জানিয়েছেন, রোহিঙ্গা নারী পুরুষদের কাছ থেকে রাখাইন রাজ্যে ঘটে যাওয়া নির্যাতন নিপীড়নের কথা শোনে এ্যাঞ্জেলিনা জোলি বিস্মিত হন। বিশেষ করে রোহিঙ্গা নারীদের ওপর ঘটে যাওয়া নির্যাতনের কাহিনী তাকে আবেগাপ্লুত করে তোলে। এ সময় তিনি অনেককে সান্ত¦না দেন। রোহিঙ্গা নারীরাও হলিউড়ের জনপ্রিয় এ অভিনেত্রীকে কাছে পেয়ে তাদের ও স্বজনদের ওপর ঘটে যাওয়া নানা চিত্র তুলে ধরেন। উল্লেখ করা যেতে পারে, মার্কিন এই অভিনেত্রী ২০১২ সাল থেকে ইউএইচসিআরের বিশেষ দূত হিসাবে কাজ করছেন। বাংলাদেশে এটাই তার প্রথম সফর। এর আগে ২০১৫ সালের জুলাই মাসে মিয়ানমার এবং আরও আগে ২০০৬ সালে ভারত সফরে গিয়ে নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যরে সঙ্গে তার সাক্ষাত হয়েছিল। সরকারি সূত্রে জানা গেছে, রোহিঙ্গাদের দেখতে তিন দিনের সফরে তিনি বাংলাদেশ সফরে এসেছেন। আজ কক্সবাজার থেকে তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে। ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মুমিনসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের কর্মসূচী রয়েছে। প্রশাসন সূত্র জানায়, রোহিঙ্গা সঙ্কট সমাধানে ইউএইচসিআর বাংলাদেশ সরকারও আরও কিভাবে সহায়তা করতে পারে সে ব্যাপারে জোলি আলোচনা করতে পারেন। বর্তমানে বাংলাদেশে যে বিপুলসংখ্যক রোহিঙ্গা জনসংখ্যা রয়েছে তাদের মৌলিক চাহিদার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহায়তার জন্য ৯২ কোটি ডলার সাহায্য চেয়ে অতি শীঘ্র একটি রেন্সপন্স প্ল্যান জাতিসংঘের পক্ষ থেকে ঘোষণা করার কথা রয়েছে। প্রসঙ্গত, মার্কিন এ অভিনেত্রী ১ হাজার চলচ্চিত্রের নির্মাতা। গার্ল ইন্ট্রারাফটেড এর জন্য অস্কার জিতলেও এ অঞ্চলের মানুষ তাকে বেশি জানে ‘লারা ক্রফট : টোম রাইডার’ ও ‘মিস্টার এন্ড মিসেস স্মিথ’ সিনেমার জন্য।
×