ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিমানের বিশেষ ভ্যালেন্টাইন অফার

প্রকাশিত: ০৯:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০১৯

বিমানের বিশেষ ভ্যালেন্টাইন অফার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ‘ভ্যালেন্টাইন ডে’ উপলক্ষে ভ্রমণেচ্ছু যাত্রীদের জন্য এবং দেশী-বিদেশী পর্যটকদের উৎসাহিত করতে বিমানের আন্তর্জাতিক কয়েকটি রুটে ১ ফেব্রুয়ারি থেকে বিশেষ হ্রাসকৃত ভাড়ার অফার চালু করেছে। এই অফার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বিমানের এই রুটগুলো হলো ঢাকা-কুয়ালালামপুর, ঢাকা-কাঠমান্ডু, ঢাকা-সিঙ্গাপুর, ঢাকা-ব্যাংকক, ঢাকা-কলকাতা ও ঢাকা-ইয়াংগুন। বিমানের সকল সেল্্সসেন্টার, ট্রাভেল এজেন্ট, কলসেন্টার এবং বিমান ওয়েবসাইট থেকে টিকেট কেনা যাবে। এ অফারে ভ্রমণ করতে ১৪ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই টিকেট ক্রয় করতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন বিমান ওয়েবসাইট অথবা কল সেন্টার ফোন নম্বর- ৮৯০১৬০০ এক্সটেনশন- ২৭১০ ও ২৭১১ অথবা সরাসরি মোবাইল নম্বর ০১৭৭৭-৭১৫৬১৩-১৬ এ যোগাযোগ করা যেতে পারে। -বিজ্ঞপ্তি জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ ১৪৪০ হিজরী সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ এ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোন উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে। টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১। -বিজ্ঞপ্তি
×