ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ জাতীয় গ্রন্থাগার দিবস

প্রকাশিত: ০৯:৪২, ৫ ফেব্রুয়ারি ২০১৯

আজ জাতীয় গ্রন্থাগার দিবস

আজ মঙ্গলবার দেশব্যাপী ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯’ পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্যÑ ‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় বৈঠকে ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা করেন। এর ফলে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন করা হয়। জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকাকে দৃঢ় করাই জাতীয় গ্রন্থাগার দিবসের লক্ষ্য। জাতীয় পর্যায়ে গত বছরের ন্যায় এ বছরও শাহবাগের গণগ্রন্থাগার অধিদফতর চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ সকাল নয়টায় র‌্যালির উদ্বোধন করবেন। র‌্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শহীদ মিনার, বাংলা একাডেমি হয়ে গণগ্রন্থাগার অধিদফতর চত্বরে এসে শেষ হবে। বিকেল চারটায় গণগ্রন্থাগার অধিদফতরের শওকত ওসমান মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অুনষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা প্রশাসন এবং গণগ্রন্থাগার অধিদফতরের আওতাধীন বিভাগীয় ও জেলা সরকারী গণগ্রন্থাগারসমূহের আয়োজনে সকল জেলায় অনুষ্ঠিত হবে। -বিজ্ঞপ্তি
×