ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শুরুতে চিহ্নিত হলে ক্যান্সার নিরাময় সম্ভব ॥ ডাঃ কনক কান্তি

প্রকাশিত: ০৯:৪২, ৫ ফেব্রুয়ারি ২০১৯

শুরুতে চিহ্নিত হলে ক্যান্সার নিরাময় সম্ভব ॥ ডাঃ কনক কান্তি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া বলেছেন, ক্যান্সার শরীরের সর্বত্রই হতে পারে। তবে এই রোগ ছোঁয়াচে নয়। এই রোগের বিষয়ে গণমানুষের মধ্যে আরও সচেতনতা সৃষ্টি করা জরুরী। শুরুতে ক্যান্সার নির্ণয় বা চিহ্নিত করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই তা নিরাময় করা সম্ভব হয়। এবারের প্রতিপাদ্য ‘আমি আছি এবং আমি থাকব’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যান্সার রোগীদের পাশে আমরা সবাই আছি এবং থাকব। ক্যান্সার প্রতিরোধের জন্য আমরা সর্বদাই সচেষ্ট থাকব। সোমবার সকালে বি-ব্লকের সামনে বটতলায় থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার (অনকোলজি) বিভাগ, শিশু হেমাটোলজি এ্যান্ড অনকোলজি বিভাগ, ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি বিভাগের উদ্যোগে বের হওয়া সচেতনতামূলক র‌্যালিপূর্বক সমাবেশে উপাচার্য এসব কথা বলেন। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদারসহ অধ্যাপক ডাঃ চৌধুরী ইয়াকুব জামাল, অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, মোঃ আব্দুল্লাহ আল হারুন, অধ্যাপক ডাঃ সাবেরা খাতুন, অধ্যাপক ডাঃ সারওয়ার আলম, ডাঃ মোঃ আনোয়ারুল করিম, অধ্যাপক ডাঃ কাজী বিল্লুর রহমান, অধ্যাপক ডাঃ জিল্লুর রহমান ভূঁইয়া প্রমুখ অংশ নেন।-বিজ্ঞপ্তি
×