ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ট্রাফিক শৃঙ্খলা পক্ষ শেষ

প্রকাশিত: ১০:২৭, ৪ ফেব্রুয়ারি ২০১৯

 ট্রাফিক শৃঙ্খলা পক্ষ শেষ

স্টাফ রিপোর্টার ॥ ট্রাফিক শৃঙ্খলা পক্ষ শেষ হবার পর রাজধানীতে ফের শুরু হয়েছে বিশৃঙ্খলা। ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, জনসচেতনতা এবং ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে গত ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ‘ট্রাফিক শৃঙ্খলা পক্ষ’ শনিবার শেষ হয়। এ সময়ের মধ্যে এক লাখ ১২ হাজার ৫৫৮ মামলা এবং পাঁচ কোটি ৭১ লাখ ৫৩ হাজার ছয় শ’ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৪৭১ গাড়ি ডাম্পিং এবং ১৪ হাজার ১৫৭ গাড়ি রেকারিং করা হয়েছে। পুলিশ জানায়, নতুন বছরের প্রথম মাসের ১৫ তারিখ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ‘ট্রাফিক শৃঙ্খলা পক্ষ’ চলার কথা থাকলেও দু’দিন বাড়িয়ে ২ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। গত ১৯ দিনে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ চলাকালে ট্রাফিক আইন লঙ্ঘন করায় এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।
×