ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাবি উপাচার্যকে স্মারকলিপি

প্রকাশিত: ১০:২৬, ৪ ফেব্রুয়ারি ২০১৯

 রাবি উপাচার্যকে স্মারকলিপি

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধসহ সাত দফা প্রস্তাবনা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে রাকসু আন্দোলন মঞ্চ। রবিবার বিশ্ববিদ্যালয় উপাচার্যকে দেয়া স্মারকলিপিতে তারা এই প্রস্তাবনাগুলো তুলে ধরেন। উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোঃ জাকারিয়া। রাকসু আন্দোলন মঞ্চের অন্য প্রস্তাবনাগুলো হলো- সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন দিতে হবে এবং রাকসু নির্বাচনের তারিখ বিশ্ববিদ্যায়ের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তকরণ, মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল ও উদার গণতান্ত্রিক সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিতকরণসহ ৭ দফা দাবি তুলে ধরা হয়।
×