ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্যান্সার সারভাইভারদের নিয়ে পেশেন্ট ফোরাম

প্রকাশিত: ১০:২৫, ৪ ফেব্রুয়ারি ২০১৯

 ক্যান্সার সারভাইভারদের  নিয়ে পেশেন্ট  ফোরাম

আজ ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। এ উপলক্ষে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ক্যান্সার সারভাইভারদের নিয়ে রবিবার এক পেশেন্ট ফোরাম অনুষ্ঠিত হয়। ‘আমি পারি ও আমি পারবো’ এই অঙ্গীকার নিয়ে ওই হাসপাতালের ক্যান্সার রোগীরা একা নয়, এই প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানে ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ রশিদ উন নবী, ডাঃ সৌমেন বসু ও ডাঃ অসীম কুমার সেনগুপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রায় ত্রিশজন ক্যান্সার রোগী উপস্থিত ছিলেন, যাদের বক্তব্যে তাদের মনোবল ও সাহসিকতার সঙ্গে রোগ মোকাবেলার গল্প ফুটে ওঠে এবং এর পাশাপাশি পারিবারিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় চিকিৎসকের ভূমিকার প্রয়োজনীতাও উঠে আসে। অনুষ্ঠানে ক্যান্সার-জয়ী রোগী ও তাদের স্বজনেরা ইউনাইটেড হসপিটাল কর্র্তৃপক্ষ ও ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি তাদের কৃতজ্ঞতা জানান। এতে প্রধান অতিথি স্থপতি, নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী মুবাশ্বের হোসেন উপস্থিত সকলকে মোবারকবাদ জানান তাদের সাহসী ভূমিকা দিয়ে ক্যান্সারকে মোকাবেলা করার জন্য। তিনি আমাদের আশপাশের অপরিকল্পিত নগরায়ন ও পরিবেশ দূষণের প্রতি উদ্বেগ জানিয়ে বলেন, পরিবেশ সুন্দর হলে ক্যান্সার অনেকাংশে কমে যেত। তিনি ক্যান্সার রোগীদের পাশে থেকে পরিবেশের উন্নয়নে সংগ্রাম চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন। -বিজ্ঞপ্তি
×