ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেতিবাচক রাজনীতির ধারা অব্যাহত রাখলে বিএনপি আরও সঙ্কটে পড়বে ॥ হানিফ

প্রকাশিত: ১০:২৫, ৪ ফেব্রুয়ারি ২০১৯

 নেতিবাচক রাজনীতির ধারা অব্যাহত রাখলে বিএনপি আরও সঙ্কটে পড়বে ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। নেতিবাচক রাজনীতির ধারা অব্যাহত রাখলে বিএনপি আরও সঙ্কটে পড়বে। মুসলিম লীগ যেমন পাকিস্তান আমলের পর হারিয়ে গেছে, নিজেদের ভুল না শোধরালে বিএনপিরও একই দশা হবে। রবিবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়। হানিফ বলেন, যে কারও নিমন্ত্রণ গ্রহণ করা শিষ্টাচারের অংশ। কিন্তু বিএনপি শিষ্টাচার বহির্ভূত আচরণ দেখিয়ে চা-চক্রে গেল না। সেখানে আলোচনার সুযোগ ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে। সে সুযোগ বিএনপি হারিয়েছে। তিনি বলেন, সৈয়দ আশরাফ ছিলেন বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক জীবনে তিনি স্বল্পভাষায় প্রজ্ঞা, বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। কোন কাজ একা নিজে করতেন না, সবাইকে নিয়ে কাজ করেছেন। তার পিতাকে হত্যার পরে আশরাফ ভাই লন্ডনে চলে যান। অনেক কষ্টে লেখাপড়া করেছেন। দলের প্রয়োজনে দেশে ফিরে কাজ করেছেন। হানিফ বলেন, আমরা অবাক হই, যখন বিএনপি কথায় কথায় মামলা নির্যাতনের কথা বলে।
×