ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ডিজিটাল ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় বসছে সাড়ে আট হাজার শিক্ষার্থী

প্রকাশিত: ১০:২৫, ৪ ফেব্রুয়ারি ২০১৯

 বঙ্গবন্ধু ডিজিটাল ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় বসছে সাড়ে আট হাজার শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি’তে প্রথমবারের মতো অনুষ্ঠিত স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় বসছে আট হাজার ৫০৫ জন। রবিবার অনলাইনে আবেদনের সময়সীমা শেষ হয়েছে। ১০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৮ হাজার ৫০৫ জন। এ বছর প্রথমবারের মতো দুটি অনুষদের অধীনে দুটি বিভাগে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথমবার চালু হওয়া দুটি অনুষদ হলো- প্রকৌশল অনুষদ, শিক্ষা ও গবেষণা অনুষদ। এর মধ্যে প্রকৌশল অনুষদের অধীনে রয়েছে একটি বিভাগ, ইন্টারনেট অব থিংস (আই ও টি) এবং শিক্ষা ও গবেষণা অনুষদের অধীনে রয়েছে আইসিটি ইন এডুকেশন। দুটি বিভাগে ৫০+৫০ মোট ১০০ আসনে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১ জানুয়ারি ২০১৯ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত মোট ১১ হাজার ৭১ জন শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন করেছে। সম্পূর্ণভাবে আবেদন পত্র জমা দিয়েছে নয় হাজার ৭০৭ জন। তারমধ্যে আট হাজার ৫০৫ জন আবেদন ফি জমা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর জানান, যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের তরুণদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদে পরিণত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবারের আবেদনে তরুণরা বেশ সাড়া দিয়েছে। এটা তরুণ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ও তাঁর গৃহীত পদক্ষেপের প্রতি আস্থা।
×