ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এআইইউবিতে স্প্রিং সেমিস্টার ’১৮-’১৯-এর সাধারণ সভা

প্রকাশিত: ১০:২৪, ৪ ফেব্রুয়ারি ২০১৯

  এআইইউবিতে স্প্রিং  সেমিস্টার ’১৮-’১৯-এর  সাধারণ সভা

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এ.আই.ইউ.বি) এর স্প্রিং সেমিস্টার ২০১৮-২০১৯ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে এক সাধারণ সভা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত ৩১ জানুয়ারি, অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এ.আই.ইউ.বি’র ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড ল্যামাগনা। সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাদের এ.আই.ইউ.বি’র ভবিষ্যত একাডেমিক কর্মসূচী, একাডেমিক ক্যালেন্ডার, পাঠদান পদ্ধতি, কোর্সসমূহের গঠন, পরীক্ষা ও ফলাফল প্রকাশের পদ্ধতি ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করা হয়। প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট ড. হাসানুল এ হাসান, আসন্ন সেমিস্টার যাতে সুচারুরূপে পরিচালিত হয় এবং ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় থাকে তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক চাহিদা পূরণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য শিক্ষকদের দিক নির্দেশনা প্রদান করা হয়। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন এ.আই.ইউ.বি প্রতিষ্ঠাতা ইশতিয়াক আবেদীন। -বিজ্ঞপ্তি
×