ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফু-ওয়াং ফুড পানি বাজারজাত করবে

প্রকাশিত: ০৯:২৯, ৪ ফেব্রুয়ারি ২০১৯

 ফু-ওয়াং ফুড পানি বাজারজাত করবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুড পুনরায় বিশুদ্ধ খাবার পানি বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফু-ওয়াং পিউর ড্রিংকিং ওয়াটারের বাণিজ্যিক যাত্রা শুরু করবে। জানা গেছে, প্রতি মাসে কোম্পানির উৎপাদন ক্ষমতা হবে ৬৫ হাজার ক্যারেট (১ ক্যারেট=২৪ পিসের ৫০০ এমএল বোতল)। কোম্পানিটি আরও জানায়, কারখানার বিদ্যমান ব্রেড উৎপাদন ক্ষমতা বাড়াতে ইতোমধ্যে কোম্পানিটি কিছু মেশিনারিজ সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ৫০ লাখ ৭০ হাজার টাকার একটি এল/সি খোলা হয়েছে। প্রসঙ্গত, দ্বিতীয় প্রান্তিকে ফু-ওয়াং ফুডের শেয়ার প্রতি আয় হয়েছে ৪০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৪ পয়সা। এদিকে শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর,১৮) কোম্পানির ইপিএস হয়েছে ২২ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ২০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির এনএভি হয়েছে ১১ টাকা ৩৩ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×