ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয় চান রোহিত শর্মা

প্রকাশিত: ১০:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 জয় চান রোহিত শর্মা

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডে টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত হলেও চতুর্থ ওয়ানডেতে বড় রকমের হোঁচট খায় ভারত। হ্যামিল্টনে মাত্র ৯২ রানে অলআউট রোহিত শর্মার দল হারে ৮ উইকেটের বড় ব্যবধানে। ট্রেন্ট বোল্ট (৫/২১) ও কলিন ডি গ্র্যান্ডহোমের (৩/২৬) সুইং আর গতির কোন জবাবই খুঁজে পায়নি সফরকারীরা। দারুণ সব সাফল্যের মাঝে শেল হয়ে বেঁধা সেই কষ্ট ভুলতে আজ ওয়েলিংটনের শেষ ওয়ানডে জিতে ৪-১এ সিরিজ শেষ করতে মরিয়া ভারত। সুপার বিরাট কোহলির বিশ্রামে নেতৃত্ব দেয়া রোহিত শর্মা বলেন, ‘বল যখন অবিশ্বাস্য সুইং করে তখন এমনটা হয়ে যায়। কিন্তু সেটি অজুহাত হতে পারে না। ওই হার থেকে অনেক কিছু শিখতে হবে। যে কোন পরিবেশে চাপ সামলাতে হবে আমাদের। ঠিকমতো শৃঙ্খলা দেখানোটাই আসল ব্যাপার। পরিস্থিতি বুঝে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। আমরা জয় দিয়ে ওয়ানডে সিরিজ শেষ করতে চাই।’ হ্যামিলটনের মতো ওয়েলিংটনের বেসিন রিজার্ভেও অবশ্য সুইংয়ের সহায়ক পরিবেশ থাকছে। যা পূর্বাভাস, তাতে এখানেও পেসাররা বাতাসের সাহায্য পাবেন। ফলে ফের বিপজ্জনক হয়ে উঠতেই পারেন ট্রেন্ট বোল্ট। হ্যামিলটনের মতো এখানেও ভারতীয় ব্যাটসম্যানরা সুইংয়ের হদিস পাবেন না তো, আশঙ্কা থেকেই যাচ্ছে। আশার দিকও রয়েছে। এই ম্যাচেই চোট সারিয়ে মিডলঅর্ডারে ফিরছেন অভিজ্ঞ মহেন্দ্র সিংহ ধোনি। মাউন্ট ম্যাউনগানুইয়ে সিরিজের তৃতীয় ওয়ানডে ও হ্যামিলটনে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে তিনি খেলতে পারেননি। ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার জানিয়ে দিয়েছেন যে ধোনি ফিট। তিনিই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। ফলে অধিনায়ক বিরাট কোহালির অনুপস্থিতিতে মিডলঅর্ডারে ধোনির ওপরই দায়িত্ব থাকছে। তাছাড়া ধোনির ধীর-স্থির, শান্ত মানসিকতা, ডিআরএস নেয়ার ক্ষেত্রে গাইড করার ক্ষমতাও অমূল্য। মোট কথা বাতাস আর সুইং থাকলে বোল্টদের বিপক্ষে পরীক্ষাটা সেই ব্যাটসম্যানদেরই। যেখানে অভিজ্ঞ রোহিত, শিখর ধাওয়ান ও ধোনিকে পথ দেখাতে হবে। অন্যদিকে টানা তিন হারে একদশক পর ঘরের মাটিতে ভারতের কাছে ওয়ানডে সিরিজ খোয়ানো নিউজিল্যান্ডের লক্ষ্য ব্যবধান কামিয়ে ৩-২ করা। সামনে ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে হয়তো খুব বেশি ভাবনা নেই, কেন উইলিয়ামসনের দল চাইবে বিশ্বকাপের আগে ঠিকঠাক কম্বিনেশন খুঁজে নিতে। ওয়ানডে শেষে দু’দল তিন ম্যাচের টি২০তে মুখোমুখি হবে। ওয়েলিংটন, অকল্যান্ড ও হ্যামিলটনে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে বুধ, শুক্র ও রবিবার।
×