ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কোয়ালিফায়ার ও ফাইনালে টিকেটের মূল্য বাড়ল

প্রকাশিত: ১০:৪৪, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 কোয়ালিফায়ার ও ফাইনালে টিকেটের মূল্য বাড়ল

স্পোর্টস রিপোর্টার ॥ ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরের লীগপর্ব শেষ হয়ে গেছে। এবার প্লে-অফ পর্ব এবং ফাইনালসহ মোট চারটি ম্যাচ। এই চার ম্যাচে সাধারণ দর্শকদের জন্য টিকেটমূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখার জন্য কোয়ালিফায়ার ম্যাচে ৩০০ এবং ফাইনালে ৪০০ টাকা। কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনালের টিকেট ম্যাচের আগেরদিন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন টিকেট বুথ এবং সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম বুথ থেকে কেনা যাবে। এছাড়া সহজ ডট কম ও ইউক্যাশের মাধ্যমে অনলাইনেও টিকেট পাওয়া যাবে। নির্দিষ্ট ম্যাচের আগেরদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা এবং ম্যাচের দিন টিকেট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমী দর্শকরা। সোমবার বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ। এ ম্যাচ দুটি দেখার জন্য সাধারণ গ্যালারির টিকেট ৩০০ টাকা, শেড দেয়া গ্যালারির টিকেট ৪০০ টাকা, ক্লাব হাউস ও ভিআইপি স্ট্যান্ডের টিকেট ৭০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট মূল্য ৪০০০ টাকা। মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের টিকেট পাওয়া যাবে। বুধবার একমাত্র ম্যাচ। সে জন্য এদিন টিকেট মূল্যটাও নাগালের মধ্যে থাকছে। সাধারণ গ্যালারি ১০০, শেড দেয়া গ্যালারি ১৫০, ক্লাব হাউস ও ভিআইপি স্ট্যান্ড ৩০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা। ফাইনালে গ্যালারির টিকেট ৪০০ টাকা। আগামী শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ফাইনাল। ষষ্ঠ বিপিএলের শিরোপা নির্ধারণী এ ম্যাচের টিকেট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার। ফাইনালে সাধারণ গ্যালারির টিকেট ৪০০ টাকায় কিনতে হবে। এছাড়া শেড দেয়া গ্যালারি ৫০০, ক্লাব হাউস ও ভিআইপি গ্যালারি ১০০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ড ৪০০০ টাকায় টিকেট পাওয়া যাবে।
×