ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বার্সাতেই অবসর ভাবনা সুয়ারেজের

প্রকাশিত: ১০:৪৩, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 বার্সাতেই অবসর ভাবনা সুয়ারেজের

স্পোর্টস রিপোর্টার ॥ আয়াক্স থেকে লিভারপুল ঘুরে বার্সিলোনাতে নতুন করে ঠিকানা গড়েন লুইস সুয়ারেজ। গত চার বছরেরও বেশি সময় ধরে ন্যুক্যাম্পের সুখ-দুঃখের সাথী এই উরুগুইয়ান। গত মাসেই বত্রিশে পা রাখা সুয়ারেজ ক্যারিয়ারের বাকি সময়টাও ন্যুক্যাম্পে কাটানোর স্বপ্ন দেখছেন। হ্যাঁ, স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনায় থেকেই ফুটবল থেকে অবসরে যেতে চান লুইস সুয়ারেজ। এ প্রসঙ্গে ‘স্পোর্ট’-এর করা এক প্রশ্নের জবাবে বার্সিলোনার উরুগুইয়ান স্ট্রাইকার বলেন, ‘হ্যাঁ, আমি বার্সিলোনা থেকেই অবসরে যেতে চাই। তবে এ বিষয়ে বিশ্বাস করা লোকের সংখ্যা খুবই কম। কিন্তু আমি মনে করি এটা যে কোন খেলোয়াড়েরই স্বপ্ন। বিশ্বের সেরা ক্লাবে থেকে ফুটবলকে বিদায় জানানোর বিষয়টা হবে সত্যিই অসাধারণ কিছু। তবে এটা যে খুব কঠিন হবে সে বিষয়েও কোন সন্দেহ নেই। কেননা এর আগে খুব কম সংখ্যক খেলোয়াড়ের নামের পাশেই এমন অর্জন লেখা রয়েছে।’ এখানেই থামেননি সুয়ারেজ। সাবেক লিভারপুল স্ট্রাইকার কথা বলেছেন সমালোচনা এবং সামর্থ্য নিয়েও। তার মতে, ‘সমালোচনা এখন আর আমাকে সেভাবে আঘাত করতে পারে না। এর পেছনে কারণ হতে পারে আমার বয়স। কেননা এই বয়সে কি অর্জন করেছি আমি সেটা বেশ ভালই জানি। হয়তো সে কারণেই সাংবাদিক কিংবা অন্য কারও সমালোচনা আমাকে আঘাত করতে পারে না। বার্সিলোনায় কি করতে হবে সেটাও আমার জানা। এখানে খেললে যে রকম চাপ আসে সেটার সঙ্গে মানিয়ে নিতেও আমি অভ্যস্ত। তবে যে ধরনের সমালোচনাই আসে না কেন আমি নিজের সেরাটা দিয়েই তা জয় করতে চাই।’ গত সপ্তাহে সেভিয়াকে হারিয়ে কোপা ডেল’রের সেমিফাইনালে উঠেছে মেসি-সুয়ারেজদের বার্সিলোনা। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সেমিফাইনাল নিশ্চিত করার পরদিনই একটি বিশেষ ইভেন্টে অংশ নেন বার্সার দুই তারকা মেসি ও সুয়ারেজ। সার্ক দ্যু সোলেইল নামক জনপ্রিয় সার্কাস থিয়েটারের বৃহস্পতিবারের প্রিমিয়ার শো’টা ছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির জীবনকাহিনী নিয়ে; যার নাম ছিল ‘মেসি ১০’। এই শোতে দেখানো হয়- একজন তরুণ সব বাধা-বিপত্তি পেরিয়ে তার সীমাহীন উচ্চাকাক্সক্ষা পূরণ করেছে এবং সর্বকালের সেরা নাম্বার টেন হিসেবে নিজেকে প্রস্তুত করেছে। পুরো শোটি উৎসর্গ করা হয়েছে মেসিকে। করা হবেই বা না কেন? আর্জেন্টাইন এই মহাতারকার ক্যারিয়ার নিয়েই যে তৈরি করা হয়েছে পুরো শোটি। চলতি বছরের ১০ অক্টোবর এই শো’র ওয়ার্ল্ডওয়াইড প্রিমিয়ার হবে। আর এখন থেকে ১০ নবেম্বর পর্যন্ত এই শো ৩২ বার প্রদর্শন করা হবে। প্রিমিয়ার শোতে এই প্রদর্শনী দেখতে সস্ত্রীক উপস্থিত ছিলেন মেসি আর সুয়ারেজ। ন্যুক্যাম্পের সালা রোমা হলে এদিন লাল গালিচায় হাঁটতে দেখা যায় তাদের। মেসি-সুয়ারেজের পরনে ছিল কালো রংয়ের স্যুট। এ্যান্তোনেল্লা রোকুজ্জো ও সোফিয়া বালবির পরনে ছিল আকর্ষণীয় কালো রংয়ের পোশাক। প্রদর্শনী শেষে এক সাক্ষাতকারে মেসি বলে, ‘এটা সত্যি অবিশ্বাস্য। আমার জীবন, আমার আবেগ ও আমার খেলা নিয়ে তেরি এই শো দেখে আমি রীতিমত পাগল হয়ে গেছি। সার্ক দ্যু সোলেইল আমাদের পরিবারের অন্যতম প্রিয় শো। কোন সন্দেহ নেই, এই শো মানুষকে বিস্মিত করবে যেমনটা তারা সবসময় করে থাকে।’
×