ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ড সফর

ইনজুরিতে ওয়ানডে খেলা হচ্ছে না তাসকিনের

প্রকাশিত: ১০:৩৯, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 ইনজুরিতে ওয়ানডে খেলা হচ্ছে না তাসকিনের

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র কয়েক মাস আগেই ইনজুরি থেকে ফিরেছিলেন। জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) খেলেছেন। তবে পূর্ণ ছন্দে ফিরতে পারেননি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে গতির ঝড় দেখিয়ে দুরন্ত হয়ে ওঠেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ২৩ বছর বয়সী এ তারকা ১২ ম্যাচে ২২ উইকেট শিকার করে বোলারদের মধ্যে চলতি বিপিএলে সবার ওপরে। তাই পুরনো রূপে ফেরা তাসকিন আহমেদকে আসন্ন নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টেস্ট দলে ফিরিয়েছিলেন জাতীয় নির্বাচকরা। তবে বিপিএলের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ের গোড়ালিতে যে আঘাত পেলেন তাতে করে নিউজিল্যান্ড সফরের পুরোটাই হয়তো খেলা হবে না তার। আপাতত গ্রেড থ্রি পর্যায়ের লিগামেন্ট স্ট্রেইনের কারণে তিন সপ্তাহের জন্য তাকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। তাই স্বাভাবিকভাবেই ২০ ফেব্রুয়ারির আগে মাঠে নামতে পারবেন না, ততদিনে ওয়ানডে সিরিজ শেষ হয়ে যাবে। আপাতত ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না এটা নিশ্চিত। আজকের মধ্যেই তাসকিনের বিকল্প হিসেবে শফিউল ইসলাম বা এবাদত হোসেনের মধ্যে একজন কিংবা উভয়কে দলে টানা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। গত বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ খেলা তাসকিন সর্বশেষ ওয়ানডে ও টেস্ট খেলেছেন ২০১৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরে। ইনজুরির কারণে ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলতে পারেননি। অবশ্য এনসিএলে ফিরেছিলেন। কিন্তু আবার ইনজুরিতে পড়ে কিছুদিন মাঠের বাইরে ছিলেন। এরপর বিসিএল খেলেছেন। কিন্তু তাসকিন তার দুর্দান্ত ফর্মে ফিরতে পারেননি। তবে বিপিএলে এসে জ্বলে উঠেছেন পুরনো রূপে। তার আগুনে বোলিংয়ের সামনে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা বেশ অসহায় বোধই করেছেন পুরো বিপিএলে। ১২ ম্যাচ খেলে ১৪.৪৫ গড় ও ৮.৫৫ ইকোনমিতে সর্বাধিক ২২ উইকেট নিয়েছেন তিনি। বিপিএলের এক আসরে সর্বাধিক ২২ উইকেট নেয়ারই রেকর্ড আছে। ২০১৫ সালের তৃতীয় আসরে ওয়েস্ট ইন্ডিজের পেসার কেভন কুপার এবং ২০১৭ সালের পঞ্চম আসরে বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ২২ উইকেট করে শিকার করেছিলেন। সেই রেকর্ড ছুঁয়েছেন তাসকিন এবার তার দল সিলেট সিক্সার্সের শেষ লীগ ম্যাচে। এদিন মাত্র ২ ওভার বোলিং করে ১ উইকেট নেয়ার পর ইনজুরিতে পড়েন তিনি। ইনিংসের দশম ওভারে সিলেট অধিনায়ক অলক কাপালীর করা চতুর্থ বলে লংঅফে ছক্কা হাঁকিয়েছিলেন মোসাদ্দেক হোসেন। সেই বলটি তালুবন্দী করতে উল্টোদিকে দৌড় শুরু করে তাসকিন সীমানা দড়িতে পা লাগতেই পড়ে যান মাটিতে। বাঁ পায়ের গোড়ালিতে তীব্র আঘাত পাওয়ায় সঙ্গে সঙ্গে হাসপাতালে এক্সরে করাতে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিকভাবে জানানো হয়েছিল তেমন মারাত্মক আঘাত নয়, এক সপ্তাহ বাইরে থাকতে হতে পারে। কিন্তু শনিবার বিকেলে এমআরআই স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর সবকিছুই ভুল প্রমাণিত হয়েছে। গ্রেড থ্রি পর্যায়ের লিগামেন্ট স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন এ পেসার। একটি পেশিতে হাল্কা চিড়ও ধরেছে। তাই চিকিৎসকরা ৩ সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন তাসকিনকে। এ বিষয়ে এ পেসারই বলেন, ‘লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩ সপ্তাহের বিশ্রাম দিয়েছেন চিকিৎসকরা। নিউজিল্যান্ডে ওয়ানডে খেলা হচ্ছে না। তবে টেস্টে খেলার চেষ্টা করব।’ ৩ সপ্তাহ বিশ্রামের পর অন্তত ২১ ফেব্রুয়ারি হয়ে যাবে। ততদিনে ওয়ানডে সিরিজ শেষ হয়ে যাবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়ানডে তিনটি ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তাই ওয়ানডে খেলা সম্ভব নয় এটা নিশ্চিত। ২৮ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টেস্ট। সেখানে খেলার জন্য প্রস্তুত হতে মাত্র ৭ দিন সময় পাবেন তাসকিন। সেটা যদি সম্ভব হয় তবে খেলা হতে পারে ৩ ম্যাচের টেস্ট সিরিজে। কিন্তু আপাতত ওয়ানডে দলে একজন পেসারের ঘাটতি তৈরি হয়েছে। এই শূন্যতা পূরণের ব্যাপারে শনিবার সন্ধ্যা পর্যন্ত কোন সিদ্ধান্ত জানায়নি বিসিবি। তবে প্রধান নির্বাচক নান্নু এ বিষয়ে বলেছেন, ‘তাসকিনকে আমরা ওয়ানডে সিরিজে পাচ্ছি না। বিকল্প ভাবতে শুরু করেছি আমরা। শফিউল কিংবা এবাদতের মধ্যে একজনকে নেয়া হতে পারে। আবার দু’জনই থাকতে পারেন। রবিবার (আজ) আমরা জানিয়ে দেব।’ অবশ্য নির্বাচকরা দল ঘোষণার সময়েই বলেছিলেন টেস্ট দলে আরেকজন বাড়তি পেসার নেয়া হবে। এখন তাসকিনের ইনজুরিতে তাই আরেকজনকে টানতেই হবে জাতীয় দলে।
×